Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংকট সমাধানে ৩ মুরব্বির কাছে যান: প্রধানমন্ত্রীকে বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ৩:৩৯ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চীন-ভারত ও রাশিয়ার কাছে যেতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বি. চৌধুরী বলেন, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে ফোন করুন, চীনের সঙ্গে দেখা করুন এবং মোদির কাছে যান। এই তিন দেশ হলো মিয়ানমারের মা। তারাই পারে সমাধান করতে। এই তিন মুরব্বির কাছে যান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন-রাশিয়া আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংকট সমাধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ