Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমাতে কর্মসূচি

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমাতে, তারা যাতে অস্বাস্থ্যকর খাবার না খায় সেজন্য কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের প্রায় অর্ধেকের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ব্যাংককের একজন পুষ্টি বিশেষজ্ঞ তার গবেষণায় দেখেছেন থাইল্যান্ডের ৪৮ শতাংশ বৌদ্ধ ভিক্ষু শারীরিকভাবে স্থূল। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। ওই গবেষক সতর্ক করে দিয়ে বলেছেন, ভিক্ষুদের মোটা হয়ে যাবার বিষয়টি অনেকটা টাইম বোমার মতো। এর ফলে তাদের যে ধর্মীয় কর্তৃত্ব, সেটি খর্ব হতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন। গবেষণায় দেখা গেছে, ৪২ শতাংশ ভিক্ষুর উচ্চ কোলেস্টরেলের ঝুঁকি রয়েছে। অন্যদিকে ২৩ শতাংশ ভিক্ষুর উচ্চ রক্তচাপ রয়েছে। সেজন্য থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমানোর জন্য এই গবেষক একটি জাতীয় কর্মসূচি গ্রহণের তাগিদ দিচ্ছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমাতে কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ