Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁদলেন বিচার চাইলেন সালমান শাহ’র মা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। এ সময় সালমান শাহর ভক্তরাও অঝোরে কাঁদতে থাকেন। সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে নীলা চৌধুরী বলেন, সালমানকে হসপিটালে নেয়া হলো। কোনো ডাক্তার দেখলো না। কোনো ডেড সার্টিফিকেট দেয়া হয়নি। ময়নাতদন্তও ঠিক মতো করা হয়নি। গতকাল (শনিবার) নগরীর মুসলিম ইনস্টিটিউ হলে সালমান শাহ ‘হত্যার’ প্রতিবাদ ও বিচার দাবিতে সালমান শাহ ঐক্যজোট, চট্টগ্রাম আয়োজিত সমাবেশে নীলা চৌধুরী একথা বলেন। সমাবেশ মঞ্চে যখন চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে ভক্তরা একে একে বক্তব্য দিচ্ছিলেন তখন তাদের আবেগগাথা বক্তব্য শুনে রুমাল দিয়ে চোখ মুছতে থাকেন নীলা চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন সালমান শাহ ঐক্যজোট, চট্টগ্রামের সভাপতি তানভির সায়েম, সাধারণ সম্পাদক সালমান হায়দার, অরিন্দম চক্রবর্তী, আরিফ জয়, লোকমান হোসেন, নাসির চৌধুরী, মেহেরাজ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ’র মৃত্যুর পর তার শোকে ৪১জন মানুষ মারা গেছে বলে আমি শুনেছি। আমি তো তাদের দেখতে পাইনি। এখন তাই আপনাদের কাছে আসলাম। আপনারা আমার ছেলেকে ভালোবাসেন। আপনাদের কথা শুনতে এসেছি। তিনি বলেন, সালমান শাহ যেদিন মারা গেল সেদিন থেকে সে আত্মহত্যা করেছে এটা রটাতে হত্যাকারীরা নিজেরাই পকেটে পকেটে চিরকুট বিলি করে। নীলা চৌধুরী বলেন, তারা রশিতে ঝুলালো। আসলে তো রশিতে ঝুলানো হয়নি। ফ্যানটা ফ্যানের জায়গায় রয়ে গেছে। রশিটা সোজা কাটানো থেকে গেছে। তাকে (সালমান শাহ) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে গোসল করিয়ে গায়ে তেল মাখিয়ে দেয়, যাতে গলায় বসানো ফিংগার প্রিন্ট নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, তিনি অনেক টাকা খেয়েছেন। সামিরাদের (সালমানের সাবেক স্ত্রী) সঙ্গে মিলে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন। তারা ২২ বছর ধরে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন। সালমান শাহ’র মা বলেন, সালমান শাহর হত্যা নিয়ে সবার মধ্যে ক্ষোভ আছে, দুঃখ আছে, প্রশ্ন আছে। আমরা যখন অনলাইনে আসি, যেখানে লাখ লাখ মানুষ থাকে। তারা প্রশ্ন করেন। সেদিন অনলাইনে এক মেয়ে বললো, একটা ছয় বছরের বাচ্চা ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা করেছে, এতে ফ্যানটা ভেঙে পড়ে গেছে। কিন্তু সালমানের মতো ছেলে আত্মহত্যা করলো, ফ্যানটা ভেঙে পড়লো না কেনো?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ