Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুনিরীয়া যুব তবলীগের তরিক্বত কনফারেন্স কাল

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে তরিক্বত কনফারেন্স আগামীকাল সোমবার চট্টগ্রাম বায়েজিদে অনুষ্ঠিত হবে ইন-শা আল্লাহ। এতে প্রধান মেহমান থাকবেন প্রিন্সিপাল আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে তরিক্বত কনফারেন্সে বিশেষ অতিথি থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম তালুকদার, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল আ.ন.ম হাদিউজ্জামান ও আল্লামা অধ্যক্ষ মোকাদ্দছু ইসলাম, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল এম, এ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ.খ.ম আবু বক্কর ছিদ্দিক, মোমেনশাহী ডি. এস. কামিল এম. এ মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক আল্লামা ড. মুহাম্মদ আব্দুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান, এফবিসিসিআই সদস্য আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, মদীনা ট্যানারিজের স্বত্বাধিকারী আবু আহমদ, এলবিয়ন ল্যাবরেটরীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুনিরীয়া যুব তবলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ