Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বসুন্ধরায় মুনিরীয়া যুব তবলীগের মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঢাকা মহানগরীর বসুন্ধরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন এবং চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়েখ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর স্বরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২০৭নং বসুন্ধরা শাখার উদ্যোগে সোমবার (৬ডিসেম্বর) আজিমুশশান এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাসুদ ইকবাল চৌধুরী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ রকীব উদ্দিন আহমদী। উপস্থিত ছিলেন এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর হোটেল রেস্তোরা মালিক সমিতির দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু কাউছার চৌধুরী, নজরুল ইসলাম খান, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবু কাউছার চৌধুরী, মুহাম্মদ জিয়া উদ্দীন প্রমূখ। মাহফিলে বক্তারা বলেন, প্রিয়নবী (দ.)’র জীবনাদর্শ পরিপূর্ণ অনুসরণের মাঝেই রয়েছে মানব জীবনের সকল সুখ, শান্তি ও কল্যাণ। কাগতিয়ার গাউছুল আজমের দর্শন সুন্নাতে নববীর বাস্তব প্রতিফলন। এলক্ষ্যে যুব সমাজকে সুন্নাতে নববী ও আদর্শে জীবন গঠনে ধাবিত করতে বিশ্বব্যাপী কাজ করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুনিরীয়া যুব তবলীগের মাহফিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ