পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। গত মঙ্গলবার বাদে আছর চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন দরবার কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সাবেক শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সহ সভাপতি মুহাম্মদ নুর খাঁন। মোহাম্মদ খোরশেদ আলম শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাসান, দ্বীল মুহাম্মদ, ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মৌলনা মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মামুন পারভেজসহ বিভিন্ন জায়গা থেকে আগত মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর বলেন ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৭৫তম জন্মদিন উপলক্ষে আমরা মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ও বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) এর পক্ষ থেকে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিতে উদ্যোগ গ্রহণ ও বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরের জন্য এসডিজি অগ্রগতি পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরিশেষে প্রিয় নবী (সা.) ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমী কামনা ও বৈশ্বিক মহামারী করোনার ভয়াল প্রকোপ থেকে সমগ্র বিশ্ব, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর নাজাত এবং নিরাপত্তা কামনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীসহ তার পরিবারের দীর্ঘ হায়াত এবং দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।