Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশীদের কারণেই প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চলতি বছরের জানুয়ারিতে জেনেভায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল অনুমোদিত একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়। এতে যুদ্ধবিরতি এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সিরিয়ার আলেপ্পোতে আসাদ বাহিনীর অপরাধ ইস্যুতে তাও বন্ধ হয়ে গিয়েছিল। তবে মার্চে আবার শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যস্থতায় বর্তমানে সিরিয়াতে চলছে একটি যুদ্ধবিরতি। পুরোপুরি কার্যকর না হলেও ওয়াশিংটনের ভাষ্যমতে, এতে ৯০ ভাগ সহিংসতা কমে এসেছে। সবার প্রত্যাশা এর মধ্য দিয়েই শেষ হবে সিরিয়ার যুদ্ধ। নিজেদের সোনালী দিনগুলোতে আবার ফিরে যাবে দেশটির কোটি কোটি মানুষ। প্রক্সি যুদ্ধ ক্ষেত্র থেকে সরে যাবে বিদেশী শক্তিগুলো এ প্রত্যাশা সিরিয়ার জনগণের। কারণ সিরীয়রা মনে করে বিদেশীদের কারণেই দেশটি প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ঠিক পাঁচ বছর আগে সিরিয়াতে শুরু হয়েছিল দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ আন্দোলন। তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের ঢেউ আছড়ে পড়েছিল সেখানেও। কিন্তু যে পরিবর্তনের আশায় আন্দোলন শুরু করেছিল সিরিয়াবাসী, তার কিছুই হয়নি। হয়েছে ঠিক তার উল্টোটা। শান্তির পরিবর্তে এসেছে অশান্তি। দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ উপহার পেয়েছে সিরীয়রা। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। বিশ্বশক্তিগুলো পর্যন্ত জড়িয়ে পড়েছে যুদ্ধ। এমনটাতো প্রত্যাশা করেনি সিরিয়ার মানুষ। তবে কেন এই দীর্ঘস্থায়ী যুদ্ধ? পিতা হাফেজের উত্তরসূরি হিসেবে ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বাশার আল আসাদ। চলমান সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক অভিযোগ ছিল সিরিয়ার মানুষের। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশীদের কারণেই প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ