মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবারের এ দুর্ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়। হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানিয়েছেন, দুর্ঘটনাটিতে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের কোয়েটার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। খবরে বলা হয়, বেহাল সড়ক, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালনাই পাকিস্তানের সড়ক দুর্ঘটনাগুলোর প্রধান কারণ। ২০১১ সালের পর থেকে দেশটিতে প্রতি বছর প্রায় নয় হাজার সড়ক দুর্ঘটনার অভিযোগ পেয়ে আসছে পুলিশ। এসব দুর্ঘটনায় প্রতি বছর গড়ে চার হাজার ৫০০ লোকের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) তথ্যে জানা গেছে। ডন নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।