Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের কর্মঘণ্টা সংস্কারের ঘোষণা

ওভারটাইম চাপে মৃত্যু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাপানের সরকারি স¤প্রচার মাধ্যমে কাজের অতিরিক্ত চাপে এক তরুণ সাংবাদিকের মৃত্যুর জেরে দায়িত্ব পালনের রেওয়াজে সংস্কার সাধনের প্রতিজ্ঞা করেছে। এক মাসে ১৫৯ ঘন্টা ওভারটাইম করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৩ সালের জুলাই মাসে এক তরুণী সাংবাদিকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা আসলো। মিউয়া সাদো (৩১) জাপানী সরকারী মিডিয়া এনএইচকে’র রাজনৈতিক বিষয়ক সাংবাদিক ছিলেন। তার মৃত্যুর এক বছর পর কর্তৃপক্ষ জানান, সাংবাদিক সাদোর মৃত্যুর পেছনে টানা অতিরিক্ত ওভারটাইম করার বিষয়টি সম্পৃক্ত করা। মৃত্যুর আগের মাসে সে মাত্র দুই দিন তার সাপ্তাহিক ছুটি পেয়েছিলো। সাংবাদিক সাদোর পরিবারের পক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের ঘোষণার পর মিডিয়ার পক্ষে সাদোর মৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আনলো। এই ঘটনাটি দেশটির মিডিয়াতে অতিরিক্ত কর্মঘন্টা ও অতিরিক্ত কাজের ফলে মৃত্যুও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায় আসে। এর ফলে এনএইচকে কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ