বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে প্রবেশ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন। শনিবার (৭ অক্টোবর) বেলা সোয়া ১২টার পর তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। সুপ্রিম কোর্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা সোয়া ১২টার দিকে প্রধান বিচারপতির বাসার পেছনের গেট দিয়ে একটি গাড়ি প্রবেশ করে। গাড়িতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র।
এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। তারপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন তিনি। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন,তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।