Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১০:৫০ এএম | আপডেট : ১০:৫৪ এএম, ৬ অক্টোবর, ২০১৭

যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে এই যানজট শুরু। আজ সকালে তা মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী যানবাহনের চালকের তথ্যমতে, গতকাল মহাসড়কের বিভিন্ন স্থানে চার লেনে উন্নীত করণে কাজ চলছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে গতকাল সন্ধ্যার পর থেকে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন বেড়ে যায়। এর মধ্যে রাত ৩টার পর মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি ট্রাক রাস্তার ওপর বিকল হয়। এতে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়। আজ সকাল ৭টার দিকে পুলিশ বিকল ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নেয়।

আজ সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় অর্ধেক রাস্তা বন্ধ করে মহাসড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলছে। মির্জাপুর বাইপাসেও একই ভাবে কাজ চলছে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনকে জটে পড়ে থাকতে হচ্ছে।

সিলেট থেকে টাঙ্গাইলগামী শাহজালাল পরিবহনের সুপারভাইজার মামুন মিয়া জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে তারা চন্দ্রায় যানজটে পড়েন। সেখান প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ৮টার দিকে তাদের বাস মির্জাপুর পেরিয়ে যায়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, মহাসড়কে যান চলাচল ক্রমে স্বাভাবিক হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ