Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সঙ্গে আরেকবার কাজ করতে চায় যুক্তরাষ্ট্র : কৌশলগতভাবে তাদের সঙ্গে কাজ করব : ম্যাট্টিস

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, যুক্তরাষ্ট্র আরও একবার পাকিস্তানের উপর ভরসা করতে চায়। গত মঙ্গলবার এক কমিটির শুনানিতে একথা বলেন তিনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাদের সন্ত্রাস সমর্থনের অভিযোগ নিয়ে কিছু বলার আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আরও একবার কাজ করার চেষ্টা করবে। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিগত এক দশকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। ম্যাট্টিস বলেন, আমরা আরও একবার তাদের সঙ্গে কৌশলগতভাবে কাজ করব। পাকিস্তানিদের নিয়ে কাজ করবো। যদি এবারও ব্যর্থ হই তবে আমাদের প্রেসিডেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এদিকে সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন ধারণা করা হচ্ছে। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার পর থেকে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করে। এরপর এটাই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক। খাজা আসিফকে ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে বৈঠকের জন্য ওয়াশিংটন থেকে আমন্ত্রণ জানানো হয়। পরের দিন তিনি ওয়াশিংটনে ইউএস ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি) আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক নিয়ে বক্তব্য রাখবেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ