Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ চ্যাম্পিয়ন সাদার্ন

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাদার্ন বিশ্ববিদ্যালয় ৩৫ রানের ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে। টসে জিতে সাদার্ন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে চ্যালেঞ্জিং স্কোর প্রতিপক্ষ দলকে ছুঁড়ে দেয়। এ স্কোর টপকাতে গিয়ে প্রিমিয়ার ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে। তাদের সাব্বির ৫২ রান করেও পরাজয় এড়াতে পারেনি। খেলায় ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পেয়েছে কামরুল ইসলাম (সাদার্ন)। সে ২৩ রান দিয়ে দু’টি উইকেট লাভ করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় চট্টগ্রাম ও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ চ্যাম্পিয়ন সাদার্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ