প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: মো. মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগ এর রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব ও মিথিলা। মেহেদী হাসান জনি বলেন, সমসাময়িক বিষয় নিয়ে নাটকটি। সাধারনত আমি ভালোবাসা নির্ভর গল্প নিয়ে কাজ করি, ‘নীল ফড়িং এর গল্প’ ও তার ব্যতিক্রম নয়। তবে ভালোবাসা ছাড়াও এর মধ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবে। অপূর্ব বলেন, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। জনির অনেক নাটকে আমি অভিনয় করেছি। নাটকে অভিনয় করার আগে প্রতিটি নাটক নিয়েই ওর সঙ্গে আলোচনা করে তারপর অভিনয় শুরু করি। মিথিলা বলেন, জনির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজটি ছিল ‘চিরকুটের শব্দ’। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ নাটকের গল্পটা শুনেছি। আমার ভালো লাগাতেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তারিখে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।