Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহসান আর আমার মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক -মিথিলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

বিয়ে বিচ্ছেদের পরও সাবেক স্বামী তাহসান খানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নিয়মিত তাদের কথাও হয়। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন, তাহসান আমার সাবেক স্বামী। আমরা আজও বন্ধু। আমাদের প্রতিদিন কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। এই সম্পর্ক মেয়ে আয়রার জন্য খুব জরুরী। আমার আর তাহসানের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের কারণেই আয়রা আজ বলতে পারে, মা আমি বাবার কাছে যাব। মিথিলা বলেন, আমার অন্যান্য বন্ধুদের দেখেছি বিবাহ বিচ্ছেদের পর পারস্পরিক সম্পর্ককে তারা এত তিক্ত করেছে যে তার প্রভাব বাচ্চার ওপর এসে পড়েছে। আয়রা সেখানে স্বাভাবিক পরিবেশে বড় হচ্ছে। তবে এখন আয়রার স্কুল আর নতুন বই নিয়ে চিন্তায় আছি। কলকাতার সংসারটাও গোছাতে হবে। বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন দাবী করে মিথিলা বলেন, বিষয়টিকে এখন আর হালকাভাবে নিচ্ছি না। তিনি বলেন, দেশের মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেন আমি বিবাহ বিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এ সব করতে নেই। তাহসানের ওপর কিন্তু মানুষের রাগ নেই। রাগ যত আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? আর সৃজিত তো মুসলমানও নয়। আমি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছি। আমি নাকি অসভ্য। এই অসভ্য মা অসভ্য জাতির জন্ম দেবে। এবার সময় এসেছে এ ধরনের সাইবার বুলিং প্রতিরোধ করার। উল্লেখ্য, ২০০৬ সালে তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিনোদন জগতে এই জুটি বেশ জনপ্রিয় ছিল। ২০১৩ সালে তাদের পরিবারে জন্ম হয় কন্যা সন্তান আয়রার। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এর দুই বছর পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক -মিথিলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ