Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ না দিয়ে নতুন পরীক্ষা না দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়েছেন নিয়োগপ্রার্থী ও শিক্ষকেরা। তারা বলেন, পূর্বের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শেষ না করে যদি নতুন নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগ দেয়া শুরু হয় তবে আবার দূর্নীতির দরজা খুলে যাবে এবং হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হবে। সম্প্রতি ইনকিলাবে পাঠানো কয়েকটি চিঠিতে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন নিবন্ধন উত্তীর্ণ শিক্ষার্থী এবং নিয়োগের সাথে জড়িত শিক্ষকদের কয়েকজন। চিঠিতে বলা হয়, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা-শিক্ষা প্রতিষ্ঠানে ইতোপূর্বে স্থানীয় কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো। কিন্তু দেখা গেল যে, এতে প্রচুর নিয়োগ বাণিজ্য হচ্ছে। এই নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্যই সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদ কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সুষ্ঠু নিয়োগ প্রথা চালুর জন্য প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আশ্চর্যের বিষয় যে, এনটিআরসিএ’র মাধ্যমে মাত্র একবার কিছু সংখ্যাক শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার পরই এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। কারণ খোদ এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ দেয়ার মধ্যেও দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। যার ফলে এনটিআরসিএ’র বিরুদ্ধে এখন হাইকোর্টে অনিয়মের মামলা চলছে। বর্তমানে দেশের হাজার হাজার স্কুল, কলেজ, মাদরাসার অসংখ্য শূণ্য পদ পড়ে আছে। চিঠিতে আরও বলা হয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে, শূন্য পদগুলো নিবন্ধন পাশ শিক্ষক দ্বারা প্রথমে পূরণ করা হবে। যতদিন নিবন্ধন পাশ শিক্ষক দ্বারা শূন্য পদগুলো পূরণ না হবে ততদিন নতুন করে নিবন্ধন পরীক্ষা নেয়া হবে না। কিন্তু দেখা গেল যে, পূর্বের নিবন্ধন পাশ শিক্ষকগণকে নিয়োগ না দিয়েই ইদানিং নতুন করে নিবন্ধন পরীক্ষা নেয়া হয়েছে। এতে পূর্বের নিবন্ধন পাশ অনেক লোকেরই নিয়োগ না পাওয়ার আশংকা রয়েছে। তারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পূর্বের নিবন্ধন পাশ কোন লোকই যেন নিয়োগ পাওয়া হতে বঞ্চিত না হয়। এজন্য পূর্বের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়ে পরবর্তীতে নতুন করে নিবন্ধন পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিবন্ধন

১০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ