Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলায় ছুরি ঠেকালেও ভারত মাতা কি জয় বলব না : ওয়াইসি

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গলায় ছুরি ঠেকালেও বলব না, ভারত মাতা কি জয়। সংবিধানের কোথাও এমন বলা নেই যে, এই বাক্য উচ্চারণ করতেই হবে। ভারতের ইসলামপন্থি সংগঠন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি এ কথা বলেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভগবতের বক্তব্যের জবাবে ওয়াইসি বলেন, এই বাক্য আমি উচ্চারণ করবো না। ভগবত সাহেব, দেখি আপনি কী করেন। গত রোববার মুম্বাইয়ে এক সমাবেশে ওয়াইসি বক্তব্য দেয়ার পর এ নিয়ে তোলপাড় চলছে ভারতে। দেশটির শীর্ষস্থানীয় কিছু সংবাদমাধ্যম ওয়াইসির বক্তব্যকে প্রধান সংবাদ করেছে। জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কথিত ভারতবিদ্বেষী শ্লোগানের বিষয়ে মোহন ভগবত সম্প্রতি এক বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে ভারত মাতা কি জয় বলায় অভ্যস্ত করতে হবে। তার যুক্তি, দেশের প্রতি ভালোবাসা তৈরির জন্য এটি জরুরি। জি নিউজ অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলায় ছুরি ঠেকালেও ভারত মাতা কি জয় বলব না : ওয়াইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ