Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন করে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা হুমকি দিয়েছে প্রতিদ্বন্দ্বী রাশিয়া। তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয়া হলে বাধা দেবে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন গত সোমবার বলেছেন, ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে জাতিসংঘের কোনো প্রস্তাব লঙ্ঘন করেনি। সাংবাদিকরা চুরকিনের কাছে জানতে চান- ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা। জবাবে চুরকিন জানান, এ প্রশ্নের সহজ জবাব হচ্ছে- না। তিনি আরো বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু চুক্তিকে জাতিসংঘের যে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তেহরান সে প্রস্তাব লঙ্ঘন করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ বলছে- ইরান জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করেছে। ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আগে আরোপ করা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং এ প্রস্তাব কোনো ব্যতিক্রম ছাড়াই সব দেশের জন্য কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবটিতে আরো বলা হয়েছে- পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে না ইরান। তেহরান সম্প্রতি যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার কোনোটিই পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয় বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ