Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস কমান্ডার শিশানির মৃত্যু নিশ্চিত : পেন্টাগন

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গুরুতর আহত ইসলামিক স্টেটের (আইএস) সামরিক কমান্ডার আবু ওমর আল-শিশানি মারা গেছেন। পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শাহদাদি শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ওমর শিশানি মারাত্মক আহত হন এবং পরবর্তী সময়ে তিনি মারা যান। এর আগে যুক্তরাষ্ট্র জর্জিয়ার নাগরিক শিশানি বিমান হামলায় নিহত হয়েছেন দাবি করলেও দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছিল, শিশানি মারাত্মক আহত হয়েছেন। সংগঠনটির পরিচালক রমি আব্দুল রহমান রয়টার্সকে বলেছিলেন, তিনি রমারা যাননি। তবে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য রাক্কায় নিয়ে যাওয়া হয়েছে। শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি।
বিমান হামলায় তার বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হন। পেন্টাগনের মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের সর্বসাম্প্রতিক মূল্যায়ন এই যে, শিশানি মারা গেছেন। গত রোববার সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিল, আইএসের এই নেতা বেশ কয়েকদিন ধরে ক্লিনিক্যালি ডেড অবস্থায় রয়েছেন। গেল বছর যুক্তরাষ্ট্র শিশানির জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। পেন্টাগন শিশানিকে আইএসের যুদ্ধমন্ত্রী হিসেবে বর্ণনা করেছে। ১৯৮৬ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ওই সময় জর্জিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস কমান্ডার শিশানির মৃত্যু নিশ্চিত : পেন্টাগন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ