Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন সসম্মানে ফিরিয়ে নিন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:২৩ এএম, ২২ সেপ্টেম্বর, ২০১৭

দেশব্যাপী মানববন্ধন সমাবেশ বিক্ষোভ মিছিলে লাখো জনতার দাবি

মিয়ারমারে পৈশাচিক গণহত্যা বন্ধ, রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও বিতাড়ন বন্ধ এবং সসম্মানে তাদের দেশে ফিরিয়ে নেবার আহŸান জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, গণমিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত ওলামা পরিষদ, বাংলাদেশ উলামায়ে ইসলাম, তাওহীদি জনতা, ইমাম-উলামা পরিষদ, আইনজীবী সমিতি, কওমী মাদরাসা ও ইমাম সমিতিসহ নানা ব্যানারে আয়োজিত গতকালের এসব কর্মসূচিতে যোগ দেন হাজার হাজার মানবদরদী মানুষ। তারা মিয়ানমার সরকারের প্রতি মানবিক আচরণ করে তাদের নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ‘এথনিক ক্লিনজিং’ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে মিয়ানমারের পাশবিক নির্যাতনে অসহ্য হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জন্য যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহŸান জানানো হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট ও বিভিন্ন সংগঠনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব তথ্য নিয়ে ইনকিলাবের ডেস্ক রিপোর্ট:
ইসলামপুরে তাওহীদি জনতার মিছিল
ইসলামপুর (জামালপুর) থেকে উপজেলা সংবাদাদাতা জানান, জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। গতকাল উপজেলা তাওহীদি জনতার আয়োজনে থানা মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা মোড় বটতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। তাওহীদি জনতার উপজেলা আহবায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। অন্যান্যের মধ্যে মাওলানা মাহফুজুল হক,সুলতাল মাহমুদ সিরাজী,আব্দুর রহমান প্রমূখ।
বিক্ষোভ মিছিলে ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম, তাওহীদি জনতার সদস্যসহ বিভিন্ন আমেল ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
ইসলামী এক্যজোটের বিক্ষোভে উত্তাল নেত্রকোনা
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনীর অত্যাচার, নিপিড়ন, নির্যাতন, গণধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্বিচারে নারী ও শিশু হত্যা বন্ধ এবং শান্তি ও বিশ্ব মানবতার কলঙ্ক, জঙ্গী নেত্রী অং সান সুচির ফাঁসির দাবিতে গতকাল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে নেত্রকোনা জেলা শহর। সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল মোক্তারপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সকাল ১১টায় দিকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। ইসলামী ঐক্যজোটের সভাপতি হাফেজ মাওলানা দেলওয়ার হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের জেলা সেক্রেটারী মাওঃ আবু সায়েম খান, নির্বাহী সভাপতি মাওঃ শরীফ উদ্দিন খান, সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, জেলা খেলাফত মজলিসের সদস্য সচিব মাওঃ আসাদুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল হালিম, জেলা যুব খেলাফত আন্দোলনের আমীর গাজী আব্দুর রহিম, ইসলামী ছাত্র খেলাফতের জেলা সেক্রেটারী হাফেজ আবু বক্কর সিদ্দিক, ও মাওঃ হাবিবুল্লাহ খান ও মাওঃ আব্দুল লতিফ প্রমুখ। পরে মুসলিম উম্মাহর ঐক্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব আলহাজ্ব মাওঃ সিরাজুল ইসলাম।
মোহনগঞ্জে সম্মিলিত উলামা পরিষদের মানববন্ধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা জানান, মোহনগঞ্জে গতকাল সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা সম্মিলিত উলামা পরিষদ।
এদিকে সম্মিলিত উলামা পরিষদের পূর্ব নির্ধারিত এ মানববন্ধন কর্মসূচি সফল করতে গতকাল সকাল আটটা থেকেই উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ-মাদরাসা থেকে আলাদা-আলাদা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে জড়ো হতে থাকে হাজারো মুসলিম-জনতা। প্রায় ৪০ মিনিটব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা মজিবুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আমীর আহম্মেদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাসুম আহম্মেদ, মাওলানা মুখলেসুর রহমান, হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।
মহেশপুরে উলামা পরিষদের মানববন্ধন
মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের মহেশপুরে উপজেলা কওমী মাদরাসা ও উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শ্যামনগর মাদরাসার সুপার মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন হুশরখালি মাদরাসার মুফতি মাহমুদুল হাসান, কুশাডাঙ্গা মাদরাসার মুফতি নাজির আহাম্মেদ, পান্তাপাড়া মাদরাসার মাওলানা হুমায়ন কবির, জলিলপুর সুফফা মাদরাসার মুফতি মাসউদ, মহেশপুর ইমাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, ঘুগরী মাদরাসার মুফতি গোলামুর রহমান, মহেশপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, পান্তাপাড়া মহিলা মাদরাসার মুফতি আব্দুল শুকুর আলী প্রমুখ।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির মানববন্ধন
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে গতকাল দুপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডঃ মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডঃ বাবুল আক্তার, এডঃ জাফর আলী মিয়া, এডঃ শরিফ সাইফুল কবির, এডঃ মোঃ জামিনুর হোসেন মিঠু, এডঃ আব্দুল্লাহ আল মামুন, এডঃ বিমল চন্দ্র বাড়ৈ, এডঃ সাইফুর রহমান, এডঃ জালালুর রহমান, এডঃ কামাল হোসেন, এডঃ জহিরুল ইসলাম বাদল প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সরকার সেনাবাহিনী দ্বারা নিষ্ঠুর আচরণ, নারী ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদ জানান ও তাদেরকে দেশে ফেরত নেওয়ার দাবি জানান।
গোমস্তাপুরে রোহিঙ্গাদের সাহায্যর্থে সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মিয়ানমারের বিপন্ন রোহিঙ্গাদের সাহায্যর্থে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যানে জিয়াউর রহমান আকবর। বক্তব্য রাখেন বগুড়া আজিজুল হক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: আব্দুর রশিদ, সালাউদ্দিন বাবুল প্রমূখ।
বাজিতপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাজিতপুর উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আহাদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাদের মধ্যে বিএনপির পক্ষে মাহমুদুর রহমান উজ্জল, আওয়ামীলীগের পক্ষে ছাত্রলীগ নেতা মাহবুব আল হাসান, সাবেক মেয়র এহেসান কুফিয়া প্রমুখ। সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে উঠে বাজিতপুরের স্মৃতিস্তম্ভ চত্ত¡র। গত মঙ্গলবার উপজেলা কওমী মাদরাসার কয়েক হাজার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলিম বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে। গত শুক্রবার বাজিতপুর বাজার জামে মসজিদের খতিব মওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
কুলিয়ারচরে সম্মিলিত উলামা পরিষদের মানববন্ধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদাতা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল স্থানীয় ইমাম ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পালিত মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, মুফতি আঃ কাইয়ুম খান, মাওলানা বাহাউদ্দিন, আমির উদ্দিন খান, উবায়দুল্লাহ আনওয়ার, মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী, ক্বারী মাসুদুল হক, সাংবাদিক হারুন চৌধুরী প্রমুখ।
হোসেনপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল
হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে গতকাল হারেঞ্জা যুব সমাজের উদ্যেগে হাজার হাজার ছাত্র/ছাত্রী ও জনতা হাজিপুর Ñ কিশোরগঞ্জ মহাসড়কে হারেঞ্জা বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন ডা. নাছির উদ্দিন, ডা. লুৎফর রহমান, মাওলানা আমির উদ্দিন। এছাড়াও ইসলামী আন্দোলন ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে খতিব মুফতি মাওলানা নাজমূল হক ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম, মাওলানা মুখসুদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আরিফ উল্লাহ প্রমুখ। তারা অবিলম্বে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও সকল রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফেরৎ নেয়াসহ গণহত্যা বন্ধের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সুন্দরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ম্যুারাল চত্বরে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক সমাজের পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল আলম রেজা, আহসান হাবিব খোকন, নিমাই ভট্টাচার্য, খায়রুল ইসলাম, হারুন-অর-রশিদ, আব্দুল্লাহ্ রাশেদ. গোলাম রব্বানী, আখতারুজ্জামান সুজা, ছাদেকুল ইসলাম দুলাল। বক্তরা বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা বন্ধসহ নিজ দেশে ফিরিয়ে না নিলে মিয়ানমারের পণ্যসামগ্রী বর্জন করা হবে।
কাউখালীতে মানববন্ধন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদসহ আরও কয়েকটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহীদা হক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি শেখর চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিন্ময় চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলার সদস্য সুজন আইচ প্রমুখ। এছাড়া মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ সাধারণ জনগন অংশ নেন। বক্তরা অবিলম্বে রোহিঙ্গা গণগত্যা ও নির্যাতন বন্ধ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরৎ নেওয়ার দাবি জানান।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী জোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম মিঞা, সম্পাদক অধ্যক্ষ মো. লোকমান হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে অবিলম্বে মিয়ানমারে রহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নিয়ে আর্ন্তজাতিক মহলের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।
নির্যাতিত রোহিঙ্গাদের পাশে কুমিল্লার মানুষ
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল, চান্দিনা (কুমিল্লা) থেকে জানান, বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের পাশে ত্রাণ নিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা ব্রিক ফিন্ড মালিক সমিতির সদস্যরা। নির্যাতিত হয়ে নিজ দেশ থেকে পালিয়ে আসা ভীত ক্ষুধাতুর লাখো রোহিঙ্গাদের হাতে খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে গত মঙ্গলবার ব্রিক ফিল্ড মালিক সমিতির প্রায় ২৫ জন সদস্য ইতিমধ্যে কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় নেয়া শতাধিক রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা, খাবারসহ প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে ছিল- মুড়ি, চিড়া, গুড়, চাউল, ডাউল, আলু, বিস্কুট, টয়লেট পেপার, সরিষার তৈল, গুড়া মরিচ, হলুদের গুড়া, লবন, বালতী, মগ, সাবান ইত্যাদি
সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ ফরহাদ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রোটারিয়ান ফারুক আহমেদসহ ব্রিক ফিল্ড মালিক সমিতির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মতিন, বেলাল হোসেন, জালাল আহমেদ, মহিউদ্দিন মানিক, মমতাজ উদ্দিন, আলী আশ্রাফ, জাকির হোসেন, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মোর্শেদ চৌধুরী, হুমায়ন পটোয়ারী, মোঃ রিপন, জামাল উদ্দিন, মোঃ মহসিন, রফিকুল ইসলাম, মোঃ রেহান উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লার বৃহত মার্কেট ইর্ষ্টান ইয়াকুব প্লাজার ব্যবসায়ী সমিতি, রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রোহিঙ্গাদের পাশে ত্রাণ নিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে।
জাতীয় হাফেজ কল্যাণ সমিতি
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান, বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যতনের খড়গ চালানোর হুকুমদাতা অংসান সু চিসহ তার দোসরদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। যে সু চি অশান্তির আগুনে মুসলিম জনগোষ্ঠীকে পুড়িয়ে মারছে সেই সু চি শান্তিতে নোবেলের অযোগ্যতাই তার কর্মকাÐে প্রমাণ করেছে। তার নোবেল পুরস্কার প্রত্যাহার করে নিতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউনহলের সামনে মানববন্ধন কর্মসুচিতে বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির নেতারা এসব কথা বলেন।
বার্মিজ সকল পণ্য বর্জনের আহŸান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, মিয়ানমারে ধ্বংস করা মসজিদ, মাদরাসা, খানেকাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা করে রোহিঙ্গা মুসলিমদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের মানবিক সহায়তার দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানান। মানববন্ধন কর্মসূচিতে হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন, মহাসচিব আলহাজ মাওলানা আহছানুল করীম আল-আযহারী, কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের সহকারী পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল্লাহ, হাফেজ মো. জামিল আহাম্মদ আশরাফি, হাফেজ হুমায়ূন কবীর পাহাড়পুরী, হাফেজ আবদুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের চতুরঙ্গ মোড়ে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহŸায়ক এম এ মোতিন মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন, উপজেলা জেএসডি সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আলী আজগর আরজ, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলাম, ওয়ার্কাস পাটি নেতা মমতাজ আলী প্রধান, জাসদ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাবুদ লিটন, বাসদ আহŸায়ক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক নেতা মন্জুরুল ইসলাম সেলিম, আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা রেজাউর নবী রাজীব, কলেজ ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ প্রান্ত প্রমুখ।

 



 

Show all comments
  • জুবাইদা ইসলাম ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৮ পিএম says : 0
    মিয়ারমারে পৈশাচিক গণহত্যা বন্ধ, রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও বিতাড়ন বন্ধ এবং সসম্মানে তাদের দেশে ফিরিয়ে নিন
    Total Reply(0) Reply
  • Ovhi ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৩৮ পিএম says : 0
    অবশ্যই সূচির কঠোর বিচার হওযা উচিত ।সব কিছু জেনে ও না জানার ভান করছে ঐ মায়ানমার সরকার ।এত হত্যা এত ধর্ষন কি তার চোখে পড়ছেনা না তার চোখ অন্ধ ।তাকে অন্ধ করে দেওয়াই উচিত।
    Total Reply(0) Reply
  • Jiaur Rahman ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪০ পিএম says : 0
    মানুষ এতো বর্বর, অসভ্য ও সাম্প্রদায়িক হতে পারে তা ভাবা কঠিন । যে যে ধর্মের অনুসারী হোক না কেনো আমরা তো মানুষ । অসহায় মানুষের উপর এই নির্যাতনের ভার পৃথিবী আর কতদিন বয়ে চলবে ?
    Total Reply(0) Reply
  • মানিক হায়দার ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪০ পিএম says : 0
    এ কোন বর্বরতা, নেই কোন মানবতা, মগের মুল্লুক নাম শুনেছি, এখন দেখছি এই মগেরা কি মানুষ? নাকি মানুষ খেয়ো জানুয়ার?
    Total Reply(0) Reply
  • M Kalam ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪২ পিএম says : 0
    হায়রে দেশীয় সুশীল! মাটির মূর্তি নিয়ে তোদের আন্দোলন হয়। কিন্তু রক্ত মাংসের মানুষের জন্য প্রতিবাদও হয় না।
    Total Reply(0) Reply
  • Tanvir Zaman ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৩ পিএম says : 0
    Nature will take its revenge one day
    Total Reply(0) Reply
  • Md Abujar Gafary ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৪ পিএম says : 0
    আল্লাহ যেন এসব নোংরা জালিমদেরকে ধংষ করে দেন। (আবাবিল পাখি দ্বারা হাতিওয়ালা বাহিনীদের মত) আমিন।
    Total Reply(0) Reply
  • আজিজ ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৪ পিএম says : 0
    অমানুষ ওরা। বিচার দুনিয়াতে না হলেও কঠোরতম বিচারের মঞ্চ প্রস্তুত হচ্ছে!
    Total Reply(0) Reply
  • Avijit Gosswami ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৬ পিএম says : 0
    এই বর্বরতা কোনো ভাবে মেনে নেওয়া যায় না, মায়ানমারকে এর জন্য চরম মূল্য দিতে হবে। সবাই মিলে রোহিঙ্গাদের সাহায্য করুন। ঈশ্বরের কাছে এই প্র‍ার্থনা করি, রোহিঙ্গারা যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে।
    Total Reply(0) Reply
  • Ahmed Rony ২২ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৭ পিএম says : 0
    তোদের বিচার একদিন হবেই হবে...মনে রাখিস দিনের শেষে অপরাধীরা পরাজিতদের তালিকায়ই থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ