Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজে গিয়ে কেউ থেকে গেলে এক লাখ রিয়াল জরিমানা-সউদী স্বরাষ্ট্রমন্ত্রণালয়

ধরা পড়লে শাস্তি পেতে হবে !

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলতি বছর হজে গিয়ে কেউ সউদী আরবে কাজের সন্ধ্যানে থেকে গেলে সংশ্লিষ্ট হজ এজেন্সিকে এক লাখ রিয়াল গুনতে হবে। যদি কেউ হজে গিয়ে নির্ধারিত সময়ে স্ব স্ব দেশে না ফিরে থেকে গেলে ধরা পড়লে তাকে সউদী আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে সর্তক থাকতে অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নিদের্শনা সম্বলিত সার্কুলার জারি করা হয়েছে। পবিত্র মক্কা শরীফ থেকে রাজশাহী ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মাওলানা মুস্তাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন। সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন সর্তকমূলক সার্কুলার জারি করায় মক্কা-মদিনায় অবস্থানকৃত হজ এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা হাজীদের সাথে এ বিষয়টি নিয়ে খোলা-মেলা আলোচনা করেছেন। জারিকৃত সার্কুলার প্রসঙ্গে কোনো কোনো হাজী বলেছেন, আমরা আল্লাহ’র মেহমান হিসেবে পবিত্র হজ পালন করতে এসেছি। এদেশে থাকতে আসিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ