Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে নওয়াজের আসনে জয়ের পথে স্ত্রী কুলসুম

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনের উপনির্বাচনে জয়ের পথে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী ও নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। পানামা পেপার্স কেলেঙ্কারীর কারণে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে পদচ্যূত করায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের লাহোর-১২০ আসনটি শূন্য হয়ে পড়ে। গতকাল এ আসনে উপনির্বাচন হয়। বিকেলে ভোট শেষ হওয়ার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে ভোট গণনা।

এই আসনে কুলসুম নওয়াজের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইয়ের নেত্রি ইয়াসমিন রশিদ। আসনটিতে কুলসুম ও ইয়াসমিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ২২০টি কেন্দ্রের মধ্যে ১৭০টির ফলাফল শেষে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছেন কুলসুমই। অপর এক খবর অনুযায়ী ১৩৩টি ভোটকেন্দ্রে ৩৪ হাজার ৯১২ ভোট পেয়েছেন কুলসুম নওয়াজ। আর ইয়াসমিন পেয়েছেন ৩০ হাজার ২৯৭ ভোট। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ