Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনকে বিশ্বাস করে না ৮৩ শতাংশ জাপানি

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিছুতেই চীনের প্রতি বিশ্বাসের পাল্লা বাড়াতে পারছে না প্রতিবেশী দেশ জাপান। দেশটির সরকারি এক জরিপে ৮৩ দশমিক ২ শতাংশ জাপানি চীনকে বন্ধু হিসেবে মনে করে না বলে উঠে এসেছে। গত শনিবার মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এক জরিপের এ তথ্য দেন। সুগা বলেন, প্রায় দুই বছর আগে করা ২০১৪ সালের জরিপে চীনের প্রতি ৮৩ দশমিক ১ শতাংশ জাপানি বিশ্বাস হারিয়েছিল। নতুন এই জরিপে তা একটু বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ২ শতাংশ। কেবলমাত্র ১৪ দশমিক ৮ ভাগ জাপানি চীনকে বন্ধু ভাবে। এসব জাপানির মধ্যে কিছু আদি চীনা নাগরিকও রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনকে বিশ্বাস করে না ৮৩ শতাংশ জাপানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ