মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আবারও তার মুসলিম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। গত রোববার তিনি বলেন, বিশ্বের এক-চতুর্থাংশ মুসলিমই চরমপন্থী। মৌলবাদী মুসলমানদের সন্ত্রাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার মতে বিশ্ব মুসলিমের ২৭ থেকে ৩৫ শতাংশই কট্টর মৌলবাদী। এরা যে কোন সময় যুদ্ধক্ষেত্রে গিয়ে চরম ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে পারে বলে তিনি মন্তব্য করেন। ফক্স নিউজকে প্রদত্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্র্যাম্প এসব কথা বলেন।
ঊনসত্তর বছর বয়স্ক সাবে টিভি রিয়েলিটি শো তারকা ও কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প এক জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, এক হাজার ৬শ’ কোটি মুসলমানের মধ্যে এক লাখেরও বেশি মুসলিম জিহাদি হিসেবে যুদ্ধ করছে। এ সংখ্যা সামান্য এদিক-ওদিক হতে পারে। তবে জরিপকে আপনি অস্বীকার করতে পারেন না। ট্রাম্প বলেন, আমি মনে করি, এদের মধ্যে ২৭ শতাংশই চরম কট্টরপন্থী।
ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে আপনাদেরও ভাবতে হবে। এটা খুব নিখুঁত একটি জরিপ। জরিপে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, এটা এক লাখেই সীমাবদ্ধ নয় বলে আমি মনে করি। আসল সংখ্যা এর চেয়েও বেশি হবে।
ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এটাই প্রথম নয়। তিনি অব্যাহতভাবে এ ধরনের বিতর্কিত মন্তব্য করে আসছেন। এর আগে ইসলামের বিরুদ্ধে তার সর্বশেষ মন্তব্য ছিলো- মুসলিমরা আমেরিকাকে ঘৃণা করে এবং তাদের আমেরিকায় প্রবেশের অনুমতি দেয়া হবে না।
তিনি বলেন, আমার পক্ষ্যে এটা বলা খুবই সহজ যে, সবাই আমাদের ভালোবাসে। তবে সেখানে কিছু ভুল থেকে যায়, যেটা খুব বড় একটা সমস্যা। ট্রাম্প বলেন, চরমপন্থী মুসলিমরা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ছে।
আপনারা দেখেছেন, প্যারিসে কি ঘটেছিলো এবং সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় তাদের সহযোগীদের হামলায় ১৪ জন নিহত হয়েছে। তাদের কাছে বন্দুক ছিল না, কোনো অস্ত্রও ছিল না। কিছুই ছিল না। তবুও তারা তাদের গুলি করে এবং সবাইকে হত্যা করে।
ট্রাম্প বলেন, তিনি শুনেছেন, মধ্যপ্রাচ্যে আইএস দমনে ২০ থেকে ৩০ হাজার সৈন্য লাগবে। কিন্তু এখন আপনাদের মাথা কেটে এবং স্টিলের প্রকোষ্ঠে আবদ্ধ রেখে দম বন্ধ করে মারা হচ্ছে। এখন আমাদের অস্ত্রের জোরে কিছু করতে হবে। তারাও অস্ত্র খুঁজছে। অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। তাদের হাতে যদি আরও ব্যাপক অস্ত্র চলে যায়, তাহলে তা আমাদের দেশের জন্য খুবই এক ভয়ানক পরিনতি বয়ে আনবে। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।