Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব আলো মুস্তাফিজকে ঘিরে

বিপিএলের প্লেয়ার ড্রাফট আজ

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আলো ছড়িয়েছেন অভিষেকেই। সেদিন থেকেই বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব নতুন এক আইকনের- মুস্তাফিজুর রহমান। এরপর দেশ-বিদেশ ঘুরে নিজের আগমনী বার্তা ছাড়িছেন বিশ্বময়। কাটার মাস্টারের জাদুতে মোতিহ গোটা ক্রিকেট দুনিয়া। টি-২০, ওয়ানডের পর টেস্টেও মিলেছে তার যাদু। তবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও খেলা হয়নি সাতক্ষীরার এই গতি তারকার। গতবার ইনজুরির কারণে খেলা না হলেও মাঠে ছিলেন চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের শুভেচ্ছা দূত হয়ে। এবার ফুরোচ্ছে তার অপেক্ষা, ২২ গজি ক্রিজও আগ্রহ নিয়ে তাকিয়ে মুস্তাফিজের দিকেই। এছাড়া ব্যাটসম্যান হিসেবে শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, হাসানুজ্জামানদেরও দলে ভেড়াতে চাইবে দলগুলো। নজর থাকবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত’র দিকেও।
এবারের বিপিএলে প্রথমবারের মতো আইকন হয়েছিলেন মুস্তাফিজও। তবে কপালটা মন্দই বলতে হবে কাটার মাস্টারের। শর্ত মানতে না পারায় এবারের আসর থেকে বরিশাল বুলস বাদ পড়ায় আর আইকন থাকা হয়নি মুস্তাফিজের। প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়েই নির্ধারিত হবে এ আসরে মুস্তাফিজুর রহমানের ঠিকানা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানই রয়েছেন এ প্লাস ক্যাটাগরিতে। তার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার। বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখা এ বোলার যে সব ফ্র্যাঞ্চাইজিরই চাহিদার উর্ধ্বে থাকবে তাতে সন্দেহ নেই।
বোলার হিসেবে মুস্তাফিজুর রহমান তো আছেনই। তার পাশাপাশি আব্দুর রাজ্জাক, আরাফাত সানি, আবু হায়দার রনি, আবুল হাসান রাজুরাও থাকবেন ফ্র্যাঞ্চাইজদের নজরে। বরিশাল বুলস বাদ পড়ায় প্লেয়ার্স ড্রাফটে আছেন শাহরিয়ার নাফীস। ব্যাটসম্যানদের মধ্যে শাহরিয়ার নাফীসের চাহিদা থাকবে ভালো। সা¤প্রতিক সময়ে হাই পারফরম্যান্স দলের হয়ে অসাধারণ পারফর্ম করছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া হার্ডহিটার হাসানুজ্জামানকেও দলে ভেড়াতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে চোখ থাকবে পাকিস্তানের আজহার আলি, কামরান আকমল এবং মিসবাহ-উল-হক, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও উপল থারাঙ্গা, ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স ও টিম ব্রেসনান রয়েছেন এ ক্যাটাগরিতে। তাদের প্রত্যেকের মূল্য ৭০ হাজার ডলার। এছাড়া বি গ্রেডে থাকা দুই ফাস্ট বোলার জেক বল ও সোহেল তানভীরকেও নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিরা। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডারকে রয়েছেন বি গ্রেডে। তাদের নিতে দাম হাঁকাতে হবে ৫০ হাজার ডলার।
বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস শিরোপা ধরে রাখার মিশনে ইতিমধযেই দলে ভিড়িয়েছেন ১২ জন বিদেশী ক্রিকেটারকে। তাই প্লেয়ার্স ড্রাফটে তাদের চোখ থাকবে স্থানীয় ক্রিকেটারদের ওপর। কুমার সাঙ্গাকারা, এভিন লুইস আর শেন ওয়াটসন রয়েছেন ব্যাট হাতে চার-ছক্কা হাঁকাতে। অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন নেতৃত্বে। সাথে আফ্রিদি-নারাইনের স্পিনে প্রতিপক্ষকে কাবু করতে চায় ঢাকা। পেস বোলার হিসেবে রয়েছেন মোহাম্মদ আমির। প্লেয়ার্স ড্রাফট থেকেই আমিরের সঙ্গী আরেক পেসারকে বেছে নিবে ঢাকা। বেছে নিতে পারে একজন উইকেটরক্ষকও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স চাইবে শিরোপা পুনরূদ্ধার করতে। তাদের আইকন হিসেবে রয়েছেন তামিম ইকবাল। গত আসরে খেলা ইমরুল কায়েস ও লিটন দাসকেও দলে রেখে দিয়েছে তারা। আছেন জস বাটলার, মারলন স্যামুয়েলস ও শোয়েব মালিক। দুই পেসার হাসান আলি ও ইমরান খান জুনিয়রকে সঙ্গ দিবেন স্পিনার রাশিদ খান।
দল গোছানো একটু বেশিই বাকি চিটাগং ভাইকিংসের। চিটগাংয়ে টপ অর্ডার সামলানোর দায়িত্ব আইকন সৌম্য সরকারের। চুক্তিবদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে দল গোছাতে আরো মিডল অর্ডার ব্যাটসম্যান ও বোলার প্রয়োজন তাদের।
প্লেয়ার্স ড্রাফটে ব্যস্ত সময় পার করবে সিলেটও। তাদের আইকন সাব্বির রহমান। পেস বোলিং আক্রমণে থাকবেন লিয়াম প্লাঙ্কেট ও কৃষ্মার সান্টোকি। তবে বোলিং আক্রমণটা আরো গোছাতে স্পিনার প্রয়োজন সিলেট সিক্সার্সের। এক বছর পর বিপিএলে ফিরেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি।
বেশ কয়েকজন দারুণ টি-২০ ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের অধিনায়কত্ব করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেসই তাদের আইকন ক্রিকেটার। তিন অলরাউন্ডার রবি বোপারা, থিসারা পেরেরা এবং ডেভিড উইলি খেলবেন রংপুরের জার্সি গায়ে। প্লেয়ার্স ড্রাফটে স্পিনারের খোঁজে থাকবে রংপুর রাইডার্স। সাথে প্রয়োজন টপ অর্ডারের ব্যাটসম্যানও।
রাজশাহী কিংসের দরকার ব্যাটসম্যান ও স্পিনার। মিডল অর্ডারে মুশফিকুর রহিম, লুক রাইট রয়েছেন। সাথে রয়েছেন দুই হার্ডহিটার ড্যারেন সামি ও সামিত পেটেল। তবে উইন্ডিজ ওপেনার লেন্ডল সিমন্সের সাথে সূচনা করার জন্য নির্ভরযোগ্য কাউকে খুঁজবে রাজশাহী কিংস। পেস বোলিং আক্রমণে রয়েছে কেসরিক উইলিয়ামস এবং মোহাম্মদ সামি। কার্যকরী একজন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ আরো শাণিত করতে চাইবে গত আসরের ফাইনালিস্ট রাজশাহী কিংস।
খুলনা টাইটান্স ইতিমধ্যে চুক্তিবদ্ধ করেছে কাইল অ্যাবোট, জুনায়েদ খান, শাদাব খান ও শফিউল ইসলামকে। এছাড়া স্পিনার হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন রুবেল। তাই বোলিং আক্রমণ নিয়ে কিছুটা নির্ভার খুলনা টাইটানস। তবে ব্যাটিং অর্ডার আরো শক্ত করতে চাইবে তারা। ব্যাটসম্যানদের মধ্যে রাইলি রুশো এবং ডেভিড মালান খেলবেন খুলনার হয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ