Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের উপর মিয়ানমারের বর্বরতার পাল্টা জবাব দিতে হবে মুসলমানদেরকে -বিভিন্ন ইসলামী নেতৃবন্দ

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ১:৫৭ এএম | আপডেট : ৪:০৪ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের উপর মিয়ানমার জান্তা সন্ত্রাসীদের নির্মম বর্বরতার জবাব দিতে হবে বিশ্ব মুসলমান নেতৃবৃন্দকেই। নেতৃবৃন্দ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মুসলমানদের স্বার্থেই তাগুতি শক্তির মোকবেলায় সীসাঢালা প্রাচীর তৈরি করতে হবে। গতকাল বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আরাকানকে স্বাধীন করে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। মিয়ানমারে গণহত্যা, নারী ধর্ষণ, শিশু হত্যা, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও আগুনে পুড়িয়ে মারার যে বর্বরতা চালু হয়েছে তার পাল্টা জবাব দিতে হবে মুসলমানদেরকে। তিনি বলেন, কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেলে যে কোন বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া না দিয়ে পারে না।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, যুবনেতা কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা আতাউর রহমান আরেফী, এ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, শ্রমিকনেতা মুহাম্মদ খলিলুর রহমান, প্রকৌশলী গোলাম মোস্তফা, মুফতি মোস্তফা কামাল, ছাত্রনেতা জিএম রুহুল আমীন ও শ্রমিকনেতা হারুন অর রশিদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয় ত্রাণ কমিটির তত্ত¡াবধানে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। উলে­খ্য যে, গত ৫ সেপ্টেম্বর যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ত্রাণ বিতরণ শুরু হয়ে অব্যাহতভাবে চলছে। সেই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর দলের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম ত্রাণ বিতরণ করেন। মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক হেমায়েত উদ্দিনের নেতৃত্বে পৃথক একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সারাদেশ থেকে আগত ইসলামী আন্দোলনের ত্রাণ টিমকে এই মনিটরিং সেলের মাধ্যমে ত্রাণ বিতরণ সমন্বয় করবেন।
পীর সাহেব চরমোনাই’র অভিনন্দন ও মোবারকবাদ
গতকাল ১৩ সেপ্টেম্বর মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসুচি সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনের প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন। পীর সাহেব চরমোনাই ২১ সেপ্টেম্বর ঢাকাস্থ জাতিসংঘ দূতবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ কর্মসুচি সফলের আহŸান জানিয়েছেন।
হেফাজত মহানগরের ত্রাণ তৎপরতা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল­ামা নূর হোসাইন কাসেমী বলেছেন, উখিয়া মরিচা হয়ে শাহপরী দ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দূরাবস্থা দেখে কেউই চোখের পানি সংবরণ করতে পারবে না। ভিটেমাটিহারা অসহায় নারী পুরুষ ও শিশুরা খাদ্য সংকটে ভূগছে। আর এখনো যারা পালিয়ে আসতে পারেনি তাদের ঘরবাড়ী হায়নাদের দেওয়া আগুনে জ্বলছে। এমতাবস্থায় সার্ক জাতিসংঘ ওআইসিকে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। গতকাল টেকনাফ সীমান্ত সফরকারী জমিয়ত নেতৃবৃন্দের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণের পূর্বে আল­ামা কাসেমী এসব কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদেরকে দালাল চক্র থেকে মা বোনদের ইজ্জত-আব্র“র হেফাজতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যে সব সংস্থা বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কাার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে অবাধে ত্রাণকার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। সফরসঙ্গী হিসেবে আল­ামা কাসেমীর সাথে ছিলেন মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ওবায়দুল­াহ ফারুক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা জাকির হোসেন।
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন-এর সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন এক বিবৃতিতে মায়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এভাবে মুসলমানদের হত্যাযজ্ঞ চালিয়ে মায়ানমার সরকার অং সান সুচি মানবাধিকার লঙ্ঘন করেছে। এই হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারসহ ওআইসি, আরবলীগ ও জাতিসংঘ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অত্যাচারিত হয়ে যারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে এসেছে মানবিক কারণে তাদেরকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তাহরীকুল কলম ফাউন্ডেশন
দাওয়াহ-গবেষণা শিক্ষা ও সেবামূলক সংস্থা তাহরীকুল কলম ফাউন্ডেশনের পক্ষ থেকে গত তিন দিনব্যাপী টেকনাফের অর্ন্তগত শাহপরীর দ্বীপের জেটিতে অসহায় ও নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীর মাঝে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আল-আনছার ক্লাব ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে তাহরীকুল কলম ফাউন্ডেশনের খিদমাহ কর্তৃপক্ষ এই ত্রাণ বিতরণের আয়োজন করে। এসময় তাহরীকুল কলম ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আল ফারুক, মহাসচিব মুফতী শাহাদাত হোসাইন কাসেমী, প্রচার সচিব মাওলানা আব্দুর রহমান, সদস্য প্রফেসর তাইজুদ্দিন আহমদ, মুহাম্মদ ইয়াহইয়া উপস্থিত ছিলেন ।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী
হেফাজতে ইসলাম ঢাকা মহনগরীর উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহানগরী’র আমির আল্লামা নূর হোসাইন কাসেমী।
এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্যান্য সংগঠনের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবে।
লালবাগে বিক্ষোভ সমাবেশ আজ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা, বাসস্থান পুড়িয়ে দেয়ার প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা ঐতিহ্যবাহি লালবাগ মাদ্রাসার নেতৃত্বে আজিমপুর এতিমখানার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও কিল্লার মোড় মক্কী মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ। এয়াড়াও উপস্থিত থাকবেন পুরান ঢাকার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ বিশিষ্টজন।
ইসলামী যুব আন্দোলন
আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ।



 

Show all comments
  • কামরুল ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৬ পিএম says : 0
    আগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ