Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভেদ ভুলে রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জাতিসংঘের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মানবিক বিপর্যয়ের মুখে পড়া রোহিঙ্গা স¤প্রদায়ের মানুষকে সহায়তা দিতে আন্তর্জাতিক স¤প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সহায়তার অপেক্ষায় থাকা বিপন্ন ওই মানুষদের রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুয়েতেরেজ। তার মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের জন্য পাঠানো ত্রাণ সহায়তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ধারণা দেন। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্টিফেন দুজারিক এসব কথা বলেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুইটি চার্টার্ড বিমানে করে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সহায়তায় পাঠানো প্রথম বিমানে রয়েছে স্লিপিং ম্যাট, বাড়ি তৈরির জিনিসপত্রসহ আরও কিছু জিনিসপত্র। দ্বিতীয় বিমানটি আরব আমিরাতের আর্থিক সহায়তার ত্রাণে পূর্ণ ছিলো। সেখানে ২ হাজার তাঁবু রয়েছে। দুজারিক জানান, এই ত্রাণে ২৫ হাজার রোহিঙ্গাকে সহায়তার করা সম্ভব হবে। এছাড়া আরও ত্রাণ আসছে যা দিয়ে ১ লাখ ২০ হাজার রোহিঙ্গাকে সাহায্য করা সম্ভব। রাখাইন রাজ্যে থাকা রোহিঙ্গাদের বাস্তবতার কথা জানাতে গিয়ে জাতিসংঘের মুখপাত্র আরও বলেন, রাখাইনে মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘসহ অন্যান্য বেশিরভাগই তাদের কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে। রেডক্রস ও সরকার কিছুটা কার্যক্রম চালাতে পারছে বলে জানিয়েছন তিনি। রয়টার্স।



 

Show all comments
  • Mi Hasan ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ৪:১৭ পিএম says : 0
    কার্যকরী পদক্ষেপ নেয়া দরকার।
    Total Reply(0) Reply
  • ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪৯ এএম says : 0
    very good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ