পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মায়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চাট্টিখানি কথা নয়। মালদ্বীপ ছোট দেশ। তাই তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেয়া চাট্টিখানি কথা নয়।
গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,রোহিঙ্গা ইস্যুতে নিকটতম প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এখনই ছিন্ন করবে না। মালদ্বীপ এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ এ রকম কিছু করবে কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, মালদ্বীপ ও মিয়ানমারের মধ্যে ভৌগোলিকভাবে যথেষ্ট দূরত্ব আছে। কিন্তু আমরা নিকট প্রতিবেশী। তাই মালদ্বীপ যা পেরেছে বাংলাদেশের জন্য তা করা মুশকিল।
রোহিঙ্গাদের নির্যাতনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা মানবিক কারণে তাদের (রোহিঙ্গা) আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের সক্ষমতার একটা সীমারেখা আছে। এ লোড (বোঝা) বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত সোয়া এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলে সীমান্তবাসীর ধারণা। মিয়ানমারের আচরণ অমানবিক উল্লেখ মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা গেলে সমস্যার সমাধান সহজ হবে। তোফায়েল আহমেদ বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেই আসতে হবে। বিএনপির সামনে এর কোনো বিকল্প পথ নেই। মন্ত্রী বলেন, আগামী বছরের শেষদিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার তিনমাস আগে সংবিধান অনুযায়ী এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচলনা করবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথকভাবে সহায়ক সরকারের কোনো অপশন সংবিধানে নেই। বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনও বয়কট করে অনেক জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও হত্যাকান্ড চালিয়েছে বিএনপি। তার খেসারত তারা এখনও দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।