Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান ও সাউদিয়ার প্রথম ফিরতি ফ্লাইটে হাজীগণ দেশে পৌঁছেছেন

সুষ্ঠুভাবে হজ পালন হওয়ায় শুকরিয়া আদায় ধর্মমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


হজ শেষে দেশের মাটিতে পা রেখেই আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেছেন হাজীগণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-২০১২) যোগে ৪শ’ ১৯ জন হাজী গতরাত ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন। বিমান বন্দরে অপেক্ষমান আত্মীয়-স্বজনের অনেকেই হাজীদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। প্রায় আড়াই ঘন্টা বিলম্বে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে হাজীগণ চরম দুর্ভোগের শিকার হন। জেদ্দার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্রথম ফিরতি হজ ফ্লাইটির ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। সাউদিয়া এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট (এসভি-৮০৬) চার শতাধিক হাজী নিয়ে রাত ৮টা ২৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছে। এছাড়া রাত সাড়ে ৮টায় এবং রাত পৌনে ১০টায় সাউদিয়ার আরো দু’টি হজ ফ্লাইট যোগেও হাজীগণ ঢাকায় পৌঁছেছেন। রাতে বিমানের আরো দু’টি হজ ফ্লাইট যোগে হাজীগণ ঢাকায় পৌছেছেন। জেদ্দা থেকে আইটি’র সমন্বয়কারী কবির আল মামুন ইনকিলাবকে বলেন, হাজীদের চাপ এবং নিরাপত্তা জনিত তল্লাশির কারণে বিমানের প্রথম হজ ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করে। তিনি বলেন, বিমানের আরো দু’টি হজ ফ্লাইট নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২শ’২৯ জন মানুষ সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হয়েছেন। হাজীদের এ সংখ্যা বাংলাদেশের ইতিহাসে যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চ। সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী নিয়ে সুন্দরভাবে হজ পালন করতে পারায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। গত ৪ সেপ্টেম্বর রাতে সউদী আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত হজ পরবর্তী এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি একথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও বর্তমানে জেদ্দায় মৌসুমী হজ অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্মমন্ত্রী বলেন, সউদী আরব সরকারের তথ্য অনুসারে এ বছর সারা পৃথিবী থেকে ২৩ লাখ ৫২ হাজার মানুষ হজ করেছেন। এদের মধ্যে সউদী আরবের বাইরে থেকে এসেছেন ১৭ লাখ ৫২ হাজার জন। ধর্মমন্ত্রী জানান, এ বছর সরকারি হাজীদের জন্য আরাফাতের তাঁবুতে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা দেয়া হয়েছে। হাজীদের সাহায্যের জন্য সরাসরি হটলাইন চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনলাইন মেডিকেল প্রোফাইল এন্ট্রির মাধ্যমে সেবা দেয়া হয়েছে। এভাবে বিভিন্ন সুবিধা বৃদ্ধির মাধ্যমে হজ ব্যবস্থাপনা পূর্বের চেয়ে উন্নততর করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, হজ একটি দ্বি-পাক্ষিক ব্যবস্থাপনা। এখানে বাংলাদেশ সরকার এবং সউদী আরব সরকারের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণ রয়েছে। দুই দেশের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে ছোট-খাটো সমস্যা ছিল, ভবিষ্যতে এ বিষয়ে যথাযথ দৃষ্টি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, যেসব বেসরকারি হজ এজেন্সি যাত্রীদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুসারে সেবা দিতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। ধর্মমন্ত্রী আরও জানান, বাংলাদেশি হাজীরা বুধবার থেকে দেশে ফিরতে শুরু করবেন। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হবে ৫ অক্টোবর। ফিরতি ফ্লাইটের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, হজ প্রশাসনিক দলের দলনেতা ও অতিরিক্ত সচিব মো.ফয়েজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, কনসাল জেনারেল জেদ্দা এফ এম বোরহান উদ্দিন ও কাউন্সেলর (হজ) মক্কা আল-মোকাররমা মুহাম্মাদ মাকসুদুর রহমান। রাতে মক্কা থেকে হাবের মহাসচিব মোঃ শাহাদাত হোসাইন তসলিম ইনকিলাবকে জানান, গতকাল থেকে বিমান ও সাউদিয়ার হজ ফ্লাইটগুলো বাংলাদেশী হাজীদের নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট হজ ফ্লাইটের হাজীদের ফ্লাইট ছাড়া কয়েক ঘন্টা আগেই জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে নিয়ে যাওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ