Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ মার্চই পুরস্কার পাচ্ছেন পদকজয়ীরা

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১২তম এসএ গেমসে দেশের হয়ে পদক জিততে পারলে লাল-সবুজের ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার দেয়া হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এই প্রতিশ্রæতি আগেই ছিলো। তাদের ঘোষণায় উজ্জীবিত হয়েই গৌহাটি-শিলং এসএ গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা চারটি স্বর্ণ, ১৫ রৌপ্য ও ৫৬ ব্রোঞ্জসহ ৭৫টি পদক জিতে কিছুটা হলেও দেশের মান রেখেছেন। আর তাই প্রতিশ্রæতি অনুযায়ী এই পদক জয়ীদেরই নগদ প্রায় এক কোটি ২১ লাখ টাকা আর্থিক পুরস্কার দেবে বিওএ। ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ এই পুরস্কার প্রদান করবে বিওএ। এদিন বেলা সাড়ে তিনটায় হোটেল সোনারগাঁয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী ক্রীড়াবিদদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেয়া হবে। গতকাল বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গেমসে শ্রীলংকা ও আফগানিস্তানের অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াবিদদের পারফরমেন্স নিয়েও হতাশা প্রকাশ করা হয়। এসএ গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের হাতে অর্থ পুরস্কার তুলে দেয়ার সম্ভাব্য তারিখ ছিলো ২০ মার্চ। এর আগে বিওএ সুত্র জানিয়েছিলো ওই দিনই ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হতে পারে। কিন্তু কার্যনির্বাহী কমিটির সভায় দু’দিন পিছিয়ে তা ২২ মার্চ নির্ধারন হয়েছে। এদিন এসএ গেমসে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে পদকজয়ীরা পুরস্কার পাবেন। বিওএ’র ঘোষণা অনুযায়ী স্বর্ণপদক জয়ীরা পাবেন পাঁচ লাখ টাকা করে। রৌপ্য জয়ীরা তিন ও ব্রোঞ্জপদক জয়ীদের দেয়া হবে এক লাখ টাকা করে। বিভিন্ন ডিসিপ্লিনের ম্যানেজাররা কোন কিছু না পেলেও কোচদেরকে অর্থ পুরস্কার দেয়া হবে। সভায় এবারের গেমসে শ্রীলংকা ও আফগানিস্তানের সাফল্যের পেছনেই ছিলেন লাল সবুজের ক্রীড়াবিদরা। তাই গেমসের শেফ দ্য মিশনের রিপোর্টের উপর আলোকপাত করে সে বিষয়ে হতাশা প্রকাশ করা হয়। আর তাই ওই রিপোর্টের আলোকে আগামী ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসের আগে ভালো মানের কোচ এনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের উপর জোরালো আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেই আলোকে খুব শিগগিরই গেমসের সংশ্লিষ্ট বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাদের সঙ্গে বসবেন বিওএর কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২২ মার্চই পুরস্কার পাচ্ছেন পদকজয়ীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ