প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক নিয়ে ঈদে আরটিভিতে প্রচার হবে মোশাররফ উৎসব। প্রতিদিন রাত ৭ টা ১০ মিনিটে মোশাররফ উৎসব প্রচার হবে আরিটিভতে। নাটকগুলো হলো। চলতে চলতে, পরিচালনা: মাইদুল রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, পিয়া বিপাশা প্রমুখ। সরল মানুষ, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, রুনা খান, তাসনুভা তিশা প্রমুখ। ডাকাত, পরিচালনা: এল আর সোহেল, অভিনয়ে: মোশাররফ করিম, তাসনুভা এলভিন, হাসনাত রিপন প্রমুখ। এক চামচ পুষ্টিকর প্রোটিন, পরিচালনা: অভ্র মাহমুদ, অভিনয়ে মোশাররফ করিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাব্বির প্রমুখ। থার্ড পারসন, পরিচালনা: রিপন মিয়া, অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, নাজিরা মৌ প্রমুখ। উৎকোচ, পরিচালনা: শাহ মোহাম্মদ রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, প্রভা, নাদিয়া, টয়া, সাবিলা প্রমুখ। বডিগার্ড হোসেন, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, শখ, শামীম জামান, সোহেল খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।