Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের পার্লামেন্টে

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সর্বসম্মতিতে কড়া প্রতিবাদের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হলো দেশটির পার্লামেন্টে। একই সঙ্গে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কমান্ডার জেনারেল জন ডবিøউ. নিকোলসনের পাকিস্তান সম্পর্কিত বক্তব্যও প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। তাদের বক্তব্যকে শত্রæতামূলক ও হুমকিমূলক বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করে পাকিস্তানের জাতীয় পরিষদ (পার্লামেন্ট)। তাদের দাবি, ট্রাম্পের বক্তব্যে অপ্রত্যাশিতভাবে পাকিস্তানকে টার্গেট করা হয়েছে। এ বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের অধিবেশনে প্রস্তাবটি পড়ে শোনান পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবটি পাস হয়। পাকিস্তানে তালেবানদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন ট্রাম্প ও নিকোলসন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার অর্থ সন্ত্রাসে ব্যয়েরও অভিযোগ আনেন তারা। পাকিস্তানের কারণেই আফগানিস্তানে জঙ্গিদের নির্মূল করা হচ্ছে না বলে অভিযোগ আনেন ট্রাম্প। সেই বক্তব্যের প্রতিবাদে বুধবার সর্বসম্মতিতে প্রস্তাব পাশ হয় পাকিস্তানের পার্লামেন্টে। ডন।

সিরিয়ায় আইএসের গাড়িবহরে অভিযান
ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী পূর্ব সিরিয়ামুখী একটি গাড়িবহরকে থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। গত বুধবারের এ ঘটনার সময় আইএসের বহরটির সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসা গোষ্ঠীটির অন্যান্য সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র। ওই গাড়িবহরটি লেবানন-সিরিয়া সীমান্তের একটি ছিটমহল থেকে রওনা হয়ে পূর্ব সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে অগ্রসর হচ্ছিল।রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ