Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের বিশেষ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ঈদের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের ২য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। নিয়মিত পর্বসহ এবারের পরিবর্তনের প্রতিটি সেগমেন্টে থাকবে ঈদ ও কোরবানি বিষয়ক কথাবার্তা। ঈদ উপলক্ষে নির্মিত পরিবর্তনের জন্য তিনটি নতুন গান তৈরী করা হয়েছে। দেলোয়ার আরজুদা শরফ-এর কথায় জাহিদ বাশার পংকজ এর সুর ও সঙ্গীতে একটি গান গেয়েছেন ৬ জন উত্তরসূরী সঙ্গীতশিল্পী। তারা হলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, আলাউদ্দিন আলী, বশির আহমেদ, আব্দুল আলিম, প্রবাল চৌধুরী ও ইয়াকুব আলী খান এর সন্তান যথাক্রমে বাঁধন, আলিফ আলাউদ্দিন, হুমায়রা বশীর,নূরজাহান আলীম, রঞ্জন চৌধুরী ও ইউসুফ খান। জাহিদ আকবর এর কথায় সুজন আরিফের সুর ও সঙ্গীতে আরেকটি গান গেয়েছেন সঙ্গীত বিষয়ক বিভিন্ন টেলেন্ট হান্ট প্রতিযোগিতা থেকে লক্ষ কোটি দর্শক ও বিজ্ঞ বিচারকদের রায়ে সেরাদের সেরা নির্বাচিত চারজন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নোলক বাবু, ঝিলিক, লিজা ও বৃষ্টি মুৎসুদ্দি। এই প্রথম কোন টেলিভিশন অনুষ্ঠানে সময়ের জনপ্রিয় এই ৪ জন সঙ্গীতশিল্পী একসাথে কোন গান গাইছেন। কবির বকুলের কথায় সিঁথি সাহার সুরে অমিত চ্যাটার্জির সঙ্গীত আয়োজনে থাকছে আরও একটি গান। গানটি গেয়েছেন প্রচার ও টেলিভিশন পর্দাবিমুখ শিল্পী চন্দন সিন্হা ও এই সময়ের প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী সিঁথি সাহা। ইভান শাহরিয়ার সোহাগ এর পরিচালনায় সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও সোহাগ। আবু নাঈম এর কোরিওগ্রাফীতে আরও একটি নৃত্য পরিবেশন করেছেন সেরা নাচিয়ে আবু নাঈম, লাবণ্য ও সহশিল্পীবৃন্দ। মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এছাড়া রয়েছে হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাচকাটা খাচকাটা’ প্রেমিক-প্রেমিকা মমিন হাতেম, উল্টো চলা ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি ইভটিজিং, ঘুষ, দুর্নীতি, অসাধু ব্যবসা, ঈদের কোরবানি, নিয়ে বাড়াবাড়িসহ সমাজের নানা অসংগতি ত্রæটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ