প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ গত বছর রোজার ঈদে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর আর কোন নাটকে অভিনয়ে তাকে দেখা যায়নি। এক বছরেরও বেশি সময় পর আসাদুজ্জামান নূর আবারো একটি নাটকে অভিনয় করেছেন। নুহাশ হুমায়ূনের রচনায় ও নির্দেশনায় ‘হোটেল অ্যালবাট্রোস’ নাটকে অভিনয় করেছেন তিনি। নুহাশের ভাষায় নাটকটি অস্থির সময়ের স্বস্তির গল্পের নাটক। ঈদের দিন রাত ৯.৩০ মিনিটে নাটকটি জিটিভিতে প্রচার হবে। আসাদুজ্জামান নূর বলেন, ‘নুহাশ যদিও বয়স ওর কম কিন্তু সে তার চিন্তা ভাবনা থেকেই তার মতো করে নাটকটি লিখেছে এবং নির্মাণ করেছে। নুহাশ কিভাবে নাটকটি নির্মাণ করতে চেয়েছিলো সে ব্যাপারে সে নিজের কাছে স্পষ্ট ছিলো। তথাকথিত জনপ্রিয় নাটক হয়তো এটি নাও হতে পারে। তবে এ নাটকটি যিনি বা যারা দেখবেন তাদের ভাবাবেন। মানুষের মধ্যে খুন করার এক ধরনের প্রবৃত্তি, এ বিষয়টিও তুলে আনার চেষ্টা করা হয়েছে। তাই নাটকটি প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়ার পর বুঝা যাবে কেমন হলো নাটকটি।’ উল্লেখ্য, গত বছর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মাটির প্রদীপ’ নাটকে আসাদুজ্জামান নূর সর্বশেষ অভিনয় করেছিলেন। এ নাটকে তার বিপরীতে ছিলেন সুবর্ণা মুস্তাফা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।