Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক-চীন সহযোগিতা জোরদার করা হবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ৩০ আগস্ট, ২০১৭

পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে। আফগানিস্তান বিষয়ক চীনের বিশেষ দূত দেং সিজুনের সঙ্গে পাক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়ার বৈঠকে এ সব সিদ্ধান্ত নেয়া হয় বলে পাকিস্তানের সরকারি বিবৃতিতে জানান হয়েছে। এ ছাড়া, আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক তৎপরতা নিয়েও তারা আলোচনা করেন। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতির প্রতি দৃঢ় সমর্থনের বিষয়টি আবারো জানায় বেইজিং। দেং সিজুন বলেন, আফগান সংকটের কোনো সামরিক সমাধান নেই। আফগানিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের নিজস্ব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান নীতি ঘোষণার পর এই প্রথম পাকিস্তান সফর করেন সিজুন। ট্রাম্পের কঠোর ভাষায় সমালোচনা করার পরই পাকিস্তানের প্রতি সমর্থন ঘোষণা করেছিল চীন। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িকভাবে আলোচনা স্থগিত করেছে পাকিস্তান। এর পাশাপাশি দু’দেশের মধ্যে সরকারি সফরও স্থগিত করেছে ইসলামাবাদ। রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানের সিনেটকে এ কথা জানিয়েছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তবে এখনো সরকারিভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ আগস্ট আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণার সময় পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়া ও পাকিস্তানকে সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য বানানোর বিষয়ে অভিযুক্ত করার পর ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প তার বক্তৃতায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তানের তীব্র সমালোচনা করেন অন্যদিকে ভারতের ভূমিকার প্রশংসা করেন। ট্রাম্পের বক্তব্যের পর প্রয়োজনীয় নীতি ঠিক করার জন্য গত সোমবার পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট রুদ্ধদ্বার বৈঠকে বসে। সিনেটকে খাজা আসিফ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত সপ্তাহে তার আমেরিকা সফরের কথা ছিল, কিন্তু তিনি তা স্থগিত করেছেন। অন্যদিকে, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলসের ইসলামাবাদ সফর স্থগিত করার অনুরোধ করেছে ইসলামাবাদ। ওয়েলসের সফর স্থগিত করে ইসলামাবাদ তার বিপরীতে আফগান বিষয়ক চীনের বিশেষ দূত দেং সিজুনকে স্বাগত জানিয়েছে। পাকিস্তান যদিও আনুষ্ঠানিকভাবে যুক্ত সঙ্গে আলোচনা ও সফর বিনিময় স্থগিত করে নি তবে এসব ঘটনাকে পাক-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিনহুয়া, এক্সপ্রেস ট্রিবিউন, পার্সটুডে।



 

Show all comments
  • মনির ৩০ আগস্ট, ২০১৭, ১২:২৩ পিএম says : 0
    ভালো পদক্ষেপ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ