মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলংকার নৌবাহিনী সে দেশের আন্তর্জাতিক পানিসীমা লংঘন করে মাছ শিকার করার দায়ে ২৮ ভারতীয় মৎসজীবীকে আটক করেছে। সেই সঙ্গে ভারতীয় মৎসজীবীদের একখানি যন্ত্রচালিত নৌকা ও দুই খানি দেশীয় নৌকাও আটক করে। সংবাদ সূত্রে জানা গেছে, এই মৎস্যজীবীরা পুডুকোট্টাই, পামবান ও টুটিকরিন এলাকার। তাদের আটক করা হয়েছে কাংগেসানথুরাই পোর্ট এলাকা থেকে। সংবাদ সূত্রে জানা যায়, এই মাসে আরো ৪ জন ভারতীয় মৎস্যশিকারী শ্রীলংকার কারাগারে বন্দিত্ব নিয়ে আছে, তারাও শ্রীংকার জাতীয়পানি সীমান্ত লংঘন করেছিল। এছাড়া মার্চের ৩ তারিখে ৮ জন, মার্চের ৬ তারিখে ২৯ জন এবং ১৯ তারিখে আরো ৪ জন ভারতীয় মৎস্যজীবীকে সমুদ্রসীমা লংঘন করে মাছ শিকারের জন্য শ্রীলংকার নৌবাহিনী আটক করেছে। মৎস্যজীবীদের আটকের সংবাদে ভারতের তামিলনাড়– রাজ্যের মুখ্যমন্ত্রী জয় ললিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন, যাতে এই সব আটকের ঘনটাকে এড়াতে স্থায়ী সমাধান নেয়া যায়। ইন্ডিয়া টু ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।