পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ একটি সার্বভৌম দেশে। এদেশে অবৈধভাবে অন্য কেউ প্রবেশ করতে পারে না। এজন্য বিজিবি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) অবস্থান সম্পর্কে জানতে চাইলে এমন মন্তব্য করেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন। গতকাল সোমবার বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সম্মেলন- ২০১৭ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সম্মিলিত প্রয়াস নেয়া হচ্ছে। এজন্য পুলিশ সুপার (এসপি), প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে। মানবিক সংস্থা ইউএনও (ইউনাইটেড ন্যাশন্স) সেখানে কাজ করছে। টেকনাফ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তের ওপারে ফায়ারিংয়ের (গোলাগুলি) শব্দ ও আগুন দেখেছি। ভেতরে হেলিকপ্টার দিয়ে ফায়ারিং করা হচ্ছে। বর্তমান অবস্থা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিজিবির কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, গত রোববার মিয়ানমারের সঙ্গে কথা হয়েছে। তারা এ বিষয়ে দেখছে বলে জানিয়েছে। এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করছি এবং তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছি। এ বিষয়ে গত রোববার মিয়ানমারের সঙ্গে কথা হয়েছে। তারা বলছে বিষয়টি দেখছি। সীমান্তে এমন কিছু জায়গা আছে যেগুলো দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারে। সেগুলোতে আমরা লোক বসিয়েছি। কিন্তু এরপরও তারা যে আসতে পারবে না তা না। কোনো সন্ত্রাসী গ্রুপ যদি অস্ত্র নিয়ে সেখান দিয়ে আসে, আমরা সজাগ আছি, আমরা তাদের চিহ্নিত করতে পারব। আমাদের টহল চলছে। উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে দ্বিতীয়বারের মত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে রাখাইন রাজ্য। এসব সহিংসতায় এখন পযন্ত ৮শ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন এমন এক আইনজীবী আল জাজিরার কাছে এ দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।