Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইইউ

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান রিচার্ড হোউয়িট বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এর ফলে মধ্যপ্রাচ্যে স্থগিত থাকা শান্তি প্রক্রিয়া যথেষ্ট গতি লাভ করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার তিনি এসব কথা বলেন। এটাই যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আর কি করতে পারি? আমরা একই সময়ে একটি পদক্ষেপই নিতে পারি এবং আমি বিশ্বাস করি এগিয়ে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কৌশলগত ধারণার ঘাটতি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এক্ষেত্রে পর্যাপ্ত কৌশলগত ধারণা পাওয়া যায় আমরা স্বাগত জানাবো, তবে অবস্থা অনুযায়ী আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা চালাবো। তিনি বলেন, আরব বিশ্ব এবং সাধারণ মুসলিমদের সত্যিকার ক্ষোভ আমরা বুঝতে পেরেছি। আমরা সমস্যা সমাধানে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইংল্যান্ডের বিশেষ করে লরেন্সের (অব লরেন্স অব এরাবিয়া নটোরিটি) ঐতিহাসিক দায় সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কেবল আমার এবং আমার প্রজন্মের কথা বলতে পারি। আমার পূর্বসূরিরা কি করেছেন, সেই দায় নিতে পারি না। সিরিয়া ও লিবিয়ায় ‘আরব বসন্তের’ উল্টো ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকল পক্ষের (সিরিয়ার সমস্যা সমাধানে) সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছি এবং এ সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী। এতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ অন্তর্ভুক্ত হবে কিনা এমন প্রশ্নে তিনি হ্যাঁ-সূচক জবাব দেন। 

এদিকে, গত শনিবার পশ্চিমতীরে দখলকৃত ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা করেছে। হেবরনে একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই কিশোরী এক সেনা সদস্যকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ১৭ বছরের ওই কিশোরীর নাম কিলজার আবদুলহালিম আল-উইউই । ইসরাইলি সেনা দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই হামলাকারী ছুরি বের করেন এবং এক সেনা সদস্যকে তা দিয়ে আঘাতের চেষ্টা করেন। আল-জাজিরা জানিয়েছে, যে স্থানটিতে ওই কিশোরীকে হত্যা করা হয়েছে, তা একইসঙ্গে মুসলিম ও ইহুদিদের কাছে ধর্মীয় স্থান বলে বিবেচিত। ইহুদিদের কাছে এটি কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস আর মুসলমানদের কাছে এটি ইবরাহিমি মসজিদ বলে পরিচিত। গত বছর ইহুদি ও মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গত অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৭৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ইসরাইলি সেনা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইইউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ