পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কম্পিউটারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন হ্যাকার চক্রের মূল হোতা খোরশেদ। বিকাশ এজেন্টদের ৬টি সিম থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা চক্রের অন্য সদস্যদের অবৈধ নিবন্ধন করা ৯৮টি সিমে সরিয়ে নেন তিনি। গত রোববার রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়া ওই প্রতারকচক্রের হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্র্রেফতারকৃত প্রতারক হ্যাকাররা হলেন- খোরশেদ, আবুল বাশার, মো. আরিফুর রহমান, মো. ইকবাল হোসেন অপু ও মো. হামিদুর রহমান তুষার।
এ সময় তাদের কাছ থেকে অবৈধ বিকাশ সিম, ইলেক্ট্রনিং মডেম ও অ্যাপি কেশন সফটওয়্যার জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, সাধারণ বিকাশের একটি নম্ববে ১৫ হাজার টাকার বেশি লেনদেন করা যায় না। সেজন্য একসঙ্গে অনেক টাকা লেনদেনে ডিভাইস তৈরি করেন এ চক্রের সদস্য হামিদুর রহমান তুষার। ওই ডিভাইসটি বিক্রি করেন বিকাশ এজেন্টদের কাছে। ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযোগ করে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করা হয়। পরে সেখানে একসঙ্গে অনেকগুলো বিকাশ সিম ব্যবহার করে এক ক্লিকে বড় অংকের টাকা পাঠানো সম্ভব হয়। তবে ওই ডিভাইসের পাসওয়ার্ড চক্রটি রেখে দেয়। কোনো নম্বরে কত টাকা পাঠানো হচ্ছে- চক্রটি সব মনিটরিং করতে পারে বলেও জানান তিনি। ডিবি’র যুগ্ম কমিশনার আরও বলেন, ডিভাইস তৈরির কারিগর তুষার দীর্ঘদিন মালদ্বীপে ছিলেন। সেখানে একটিমানি ট্রানজেকশন কোম্পানিতে কাজ করেন তিনি। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে ডিবি জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।