Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুর্শিদাবাদ-বর্ধমান সীমানায় বিশেষ সতর্কতা

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ ঠেকাতে রাজ্যের বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমানের সীমানায় বিশেষ সর্তকতা জারি করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সিসিটিভি লাগানোরও নির্দেশ দেয়া হয়েছে। জেলাশাসক পুলিশ সুপাররা তাদের চেম্বারে বসে যাতে সেই সিসিটিভি মনিটর করতে পারেন তার জন্য কন্ট্রোল রুম করারও নির্দেশ দেয়া হয়েছে। এবারের ভোটে ওই তিনটি জেলায় গোল মালের আশঙ্কা রয়েছে। সীমানায় ক্যামেরায় নজরদারির সিদ্ধান্ত নিল কমিশন। যা একেবারে নজির বিহীন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের এই তিন জেলা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান কে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। বীরভূম জেলাকে নিয়ে বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন কাছে। একই সাথে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে ঘটনায় দু’জনের মৃত্যুর প্রেক্ষিতে এসম্পর্কে দিল্লীতে রির্পোট ও তলব করেছে নির্বাচন কমিশন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুর্শিদাবাদ-বর্ধমান সীমানায় বিশেষ সতর্কতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ