Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে তুরস্কের বিমান হামলা, ৬৭ পিকেকে যোদ্ধা নিহত

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিমান হামলায় অন্তত ৬৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দি বিদ্রোহীদের অবস্থান এবং অস্ত্রাগার লক্ষ্য করে বিমান বাহিনীর এ হামলায় পিকেকে’র ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো গত শনিবার জানিয়েছে, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত ইরাকের উত্তরাঞ্চলীয় কানদিল, মেতিনা, আবাসিন, হাফতানিন এবং বাসিয়ান এলাকাকে লক্ষ্য করে তুর্কি জেট বিমান হামলা চালায় বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের সীমান্তবর্তী তুর্কি ভূখ-ের অভ্যন্তরে গত শুক্রবার বোমা বিস্ফোরণ ঘটায় পিকেকে জঙ্গিরা। এতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা আহত হন। গত বছরের জুলাইয়ে সরকারের সঙ্গে কুর্দি যোদ্ধাদের একটি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপর থেকে সরকারি বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে পিকেকে বিদ্রোহীরা। এতে অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে তুরস্কের বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ