Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদিতে ক্রসফায়ারে ছয় আইএস অনুসারী নিহত

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবে ইসলামিক স্টেটের (আইএস)’র প্রতি আনুগত্য ঘোষণাকারী ছয় ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন। নিহতরা আইএস প্রধান আবু বকর আল বাগদাদির অনুসারী ছিলেন। গত শুক্রবারের এ ঘটনায় নিহত ছয় ব্যক্তি গত মাসে সউদি এক সেনাকে গুলি করে হত্যার ভিডিও অনলাইনে পোস্ট করেছিলেন। নিহত সউদি সেনা ওই ঘাতকদের আত্মীয় ছিলেন বলে খবরে বলা হয়েছে। অনলাইনে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, আইএস নেতা বাগদাদির প্রতি আনুগত্য ঘোষণাকারী ওই ছয়জন এক ব্যক্তিকে, যাকে পরে বদর হামিদি আল রাশিদি বলে শনাক্ত করা হয়, গুলি করে হত্যা করছে। বদর সউদি আরবের বিশেষ জরুরি বাহিনীর সদস্য হিসেবে কাসিম অঞ্চলে কর্মরত ছিলেন। আইএসের আদেশে, না তারা নিজেরাই বদরকে খুন করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সউদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানায়, আত্মসমর্পণে অস্বীকার করে ঘাতকরা পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে, এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তারা সবাই নিহত হন। ২০১৪-র নভেম্বর থেকে সউদি আরবে ধারাবাহিকভাবে চালানো বেশ কয়েকটি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস। এসব হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ শিয়া মুসলিম। তবে এদের মধ্যে ১৫ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদিতে ক্রসফায়ারে ছয় আইএস অনুসারী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ