Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচারণায় সহিংসতা উস্কে দেবেন না

সহিংস উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট প্রার্থীদের সতর্ক করলেন ওবামা

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমাজে উত্তেজনা তৈরি করতে পারে এমন কোনো কাজ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে যারা লড়ছেন তারা যেন অন্য নাগরিকদের অপমান না করেন এবং সহিংসতা উস্কে দেয়ার মতো মন্তব্য না করেন। শিকাগোতে ট্রাম্পের সমাবেশ বন্ধ করে দেয়ার পরদিন শনিবার ডেমোক্রেটিক পার্টির ফান্ডে অর্থ যোগানোর এক ক্যাম্পেইনে ডালাসে গিয়ে প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন।
প্রেসিডেন্ট ওবামা আরও বলেছেন, ধর্ম ও বর্ণ নিয়ে অবজ্ঞা, সহিংসতা ছড়াতে পারে এমন বিষয়গুলো প্রার্থীদের এড়িয়ে যাওয়া উচিত। গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক সমাবেশে শিকাগোতে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে গ-গোল ও সহিংসতা শুরু হলে সেই সমাবেশ বাতিল ঘোষণা করা হয়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্য যারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেসব প্রার্থীদের অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে এই বলে অভিযোগ করেন, তিনি তার বক্তব্যে উত্তেজক ও উস্কানিমূলক কথাবার্তা বলেন।
শিকাগোতে ট্রাম্পের যে সমাবেশ স্থগিত করা হয়, সেখানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে; এমনকি সভা বাতিল করে দেয়ার পরও অকেক্ষণ ধরে চলেছে সেই সংঘর্ষ। সমাবেশ স্থলে আসা প্রতিবাদকারীদের হাত থেকে ট্রাম্পের সমর্থকরা পতাকা কেড়ে নিতে গিয়ে ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে সহিংসতার সূত্রপাত হয়।
প্রচ-ভাবে অভিবাসী বিরোধীতা এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ব্যাপক সমালোচিত হচ্ছেন ট্রাম্প। এ নিয়ে তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেই ব্যাপক সমালোচনা হচ্ছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার এবং সাময়িক সময়ের জন্য অ-আমেরিকান মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচিত হন। এ ছাড়া বন্দিদের জেরায় তিনি প্রেসিডেন্ট ওবামার বাতিল করা একটি অমানবিক পদ্ধতি পুনরায় চালু করার কথা বলেও নিন্দিত হন। তার এসব বিতর্কিত মন্তব্য নিয়ে সারাবিশ্বে তার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশ্ব নেতৃবৃন্দের এসব প্রতিক্রিয়া গণমাধ্যমেও চলে আসে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচারণায় সহিংসতা উস্কে দেবেন না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ