মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে আদালতের স্বীকৃতির পর বাধার মুখে পড়ল ভারত সরকারের আধার স্কিমে কারো আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া। ভারতের সংবিধানে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে সুরক্ষা দেওয়া হয়েছে বলে এক রায়ে বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রত্যেক নাগরিকের জন্য ১২ ডিজিটের নম্বরযুক্ত আধার কার্ড নামে একটি পরিচয়পত্র ভারত সরকার বাধ্যতামূলক করার বিরুদ্ধে করা বেশ কয়েকটি রিট আবেদন ও রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, ভারতীয় সুপ্রিম কোর্টের নয় সদস্যের একটি বেঞ্চের সব বিচারক সর্বসম্মতভাবে রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেন। সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।