Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমান হার্ডল পেরুলেই সুপার টেন

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০২ এএম, ১৩ মার্চ, ২০১৬

শামীম চৌধুরী, ধর্মশালা (ভারত) থেকে : টানা প্রবল বর্ষণেও ধর্মশালার সৌন্দর্য হারায়নি। বৃষ্টির মধ্যেও শ্বেত-শুভ্র বরফ, ভারী বর্ষণেও বড্ড চকচকে দেখাচ্ছে। তবে হিমাচলের এই সৌন্দর্য যে মøান করছে টি-২০’র বিনোদন, ক্রিকেট ধামাকা! হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা ক্রিকেট স্টেডিয়ামটিকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন কেন, প্রশ্নটা উঠেছিল আগেই। রিজার্ভ ডে না রেখে হিমাচলে মার্চে ক্রিকেট ম্যাচ মানেই যে বড় ধরনের শংকা। আবহাওয়ার পূর্বাভাসে আজো থাকছে বেরসিক বর্ষণের আক্রমণ। খেলা হলেও ভাল, না হলেও ভাল। নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট পেয়ে ২ ম্যাচ শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে, নেদারল্যান্ডসের কাছ থেকে এক পয়েন্ট বৃষ্টির সুবাদে পেয়ে ওমানেরও সংগ্রহ ৩ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ, বাংলাদেশ যেখানে নেট রান রেটে +০.৪০০, সেখানে ওমানের অবস্থান +০.২৮৩। আজ রাতে প্রবল গতিতে বৃষ্টি হানা দিয়ে ম্যাচটি ভাসিয়ে নিলেও যে শংকার কিছুই নেই বাংলাদেশের। ম্যাচটি মাঠে না গড়ালেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ উঠে যাবে সুপার টেন-এ। তবে বেরসিক কিছু কামনা করছেন না মাশরাফি। সহযোগী সদস্য হিসেবে এই প্রথম কোন পূর্ণ সদস্যের বিপক্ষে খেলতে উদগ্রীব ওমানও।
যে বছর বাংলাদেশ পেয়েছে আইসিসির টেস্ট মর্যাদা, সে বছরই আইসিসির অ্যাফিলিয়েশন পেয়েছে ওমান। ক্রিকেট চর্চার এই কিশোর দলটিই আজ বাংলাদেশের প্রতিপক্ষ। ২ বছর আগে আইসিসির সহযোগী সদস্যপদ পেয়ে একটার পর একটা বিস্ময়, আপসেটের জন্ম দিয়ে চলেছে মধ্যপ্রাচ্যের এই দলটি। শেষ ওভার থ্রিলারে আইরিশ বধ কাব্য রচনায় ধর্মশালায় ৯ মার্চের রাতটি অন্যভাবে উদযাপন করে সুপার টেন-এর স্বপ্নে বিভোর এখন ওমান। টি-২০তে বাংলাদেশের র‌্যাংকিং যেখানে ১০, সেখানে সবার নিচে ওমান (১৭)। তারপরও প্রতিপক্ষ অজানা, কখনো বাংলাদেশ খেলেনি দলটির বিপক্ষে। সে কারণেই সতর্ক বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিক। অজানা প্রতিপক্ষ বলেই ওমানকে ভারত, পাকিস্তান ভেবে আজ খেলতে চায় বাংলাদেশ। এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিকÑ ‘আমরা কোন দলকে হালকাভাবে নেয়ার পক্ষপাতী নই। ওমান ইতোমধ্যে আপসেট ঘটিয়ে আয়ারল্যান্ডকে হারিয়েছে। তাই তাদের হালকাভাবে নেয়ার কিছুই নেই। ভারত, পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আমরা যেভাবে কাজ করি, ওমানের বিপক্ষেও একই কৌশল থাকবে। তারা বড় দল নয় বলে তাদের সম্পর্কে তেমন তথ্য নেই আমাদের। পেশাদারী দল হিসেবে যতোটা সম্ভব তাদের বোলার এবং ব্যাটসম্যানদের নিয়ে আমরা ইতোমধ্যে কাজ করেছি। বাংলাদেশের জন্য এটা পরবর্তী রাউন্ডে খেলার জন্য বড় ম্যাচ হতে যাচ্ছে, তা আমরা জানি। পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চাই আমরা। গতকাল (গত পরশু) রাতে যে সময়টা ব্যাটিং করেছি, তা খুব ইতিবাচক ছিল। ওমানের বিপক্ষে সেভাবেই খেলতে চাই।’
ওমানের সঙ্গে পেশাদারী দলের মতো খেলার ছকই এঁকেছেন মাশরাফিÑ ‘আমরা নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেললেও ওমানের সঙ্গে খেলিনি। আয়ারল্যান্ডের সঙ্গে ওদের পুরো ম্যাচটাই আমরা দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। আমরা যদি পেশাদার হয়ে খেলতে পারি, সমস্যা নাও হতে পারে। অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্যসব বড় দলগুলোর সঙ্গে আমরা যেভাবে খেলি সেভাবেই ওদের বিপক্ষে পরিকল্পনা করছি।’
বাংলাদেশকে হারাতে পারলেই অসাধ্য সাধন করবে ওমান। এশিয়া কাপে আফগানিস্তান এবং টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিষেকে আয়ারল্যান্ডকে হারিয়ে এই প্রথম আইসিসির পূর্ণ কোন সদস্য দেশের সঙ্গে অবতীর্ণ হতে হচ্ছে, তাতেই রোমাঞ্চিত দলটির সহ-অধিনায়ক অমির কালিমÑ ‘বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ একটা বড় ব্যাপার। ওমানের জন্য এটা শেখার একটা সুযোগ।’ শুধু শেখার সুযোগই নয়, এমন এক সুযোগকে আপসেটে রূপ দিতে নাকি আত্মবিশ্বাসী ওমান সহ-অধিনায়কÑ ‘আমরা আত্মবিশ্বাসী। গত বছর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডে বাছাই পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। দুবাইয়ে আফগানিস্তান, হংকংয়ের মতো দলের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু অনুমান করা কঠিন। নিজেদের দিনে এই ক্রিকেটে যে কেউ জিততে পারে। পরিকল্পনা সহজ। হয়তো ২০ ওভার ম্যাচ সম্ভব হবে না। কিন্তু যতটুকুই খেলা হোক আমরা ইতিবাচক থাকব।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে বাংলাদেশের স্কোর ৯৪/২, তামীমের ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ওমানকে একটা বার্তা দিতে পেরেছে বাংলাদেশ দল। সে বার্তা পেয়েই তামীমকে বেঁধে ফেলার কৌশল নাকি শিখেছেন কোচ দিলিপ মেন্ডিজ। গতকাল ওমান অধিনায়ক সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেনÑ ‘তামীম ইকবাল গত কয়েক মাস ধরে খুব ভালো ক্রিকেট খেলছেন। সে খুব ভালো ছন্দেও আছে। তার জন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের বোলিংয়ের গভীরতা আছে তামিমকে বেঁধে রাখার। আমরা তাকে দ্রুত ফেরানোর চেষ্টা করব।’
গেম প্লান অপরিবর্তিত রেখে এই ম্যাচেও খেলবে বাংলাদেশ। এই ম্যাচেও বাংলাদেশ খেলবে তাসকিন, আরাফাত সানির জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমান হার্ডল পেরুলেই সুপার টেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ