Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত পুতুল নয় সুতরাং সুতা ভেবে টানবেন না -জাগপা

জাগপা’র বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদালত পুতুল নয়, সুতরাং সুতা ভেবে টানবেন না। ছিটকে পড়তে পারেন। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে এমন মন্তব্য করে জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগের নোংরা রাজনীতির কারণে দেশের গণতন্ত্র এখন বাকশাল। ওরা গণতন্ত্রকে লাশ বানিয়ে আবারো বিজয়োল্লাস করতে চায়। তিনি গতকাল বিকালে আসাদ গেট দলীয় কার্যালয়ে ২ দিনব্যাপী জাগপার জাতীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সভাপতির সমাপণী বক্তব্যে এসব কথা বলেন।
এদিকে বর্ধিত সভায় জাগপার গঠনতন্ত্রের সংশোধনীসহ অক্টোবরের মাঝামাঝি বিশেষ কাউন্সিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২৫টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য আহ্বান জানানো হয়। তিনি গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দিল্লী চাচ্ছেটা কী? দৈনিক ইত্তেফাকে ‘দ্যা হিন্দু’ পত্রিকার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, টানা তৃতীয়বার শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন! দিল্লীর এই আগাম বার্তায় জাতি উদ্বিগ্ন ও হতাশ। তিনি বলেন, দেশবাসীর জিজ্ঞাসা, ওরা বাংলাদেশী মুসলমানদের সিঁদুর ও ধুতি পরাতে চায়? তিনি বলেন, দিল্লীকে বলছি বাংলার জনগণের সাথে দাদাগিরি দেখাবার চেষ্টা করবেন না। দেশ আমাদের সিদ্ধান্তও আমাদের।
তিনি বানভাসিদের নিয়ে সরকারের নাটকের সমালোচনা করে বলেন, কাঁদো বাঙালি কাঁদো বলে আওয়াজ তুলে আজ সারাদেশে ৫০ লাখ মানুষকে ভাতে ও পানিতে কাঁদিয়েছেন। ক্ষুধার্ত মানুষের কান্না আজ আকাশ ভারী হয়ে উঠছে। ত্রাণ বঞ্চিত মানুষগুলো অসহায়। সুতরাং বন্যার্ত মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করুন।
জাগপার ২ দিন ব্যাপী বর্ধিত সভায় অধ্যাপিকা রেহানা প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান, আবু মোজাফফর মো. আনাছ, খন্দকার আবিদুর রহমান, মাস্টার এম.এ মান্নান, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, হাসমত উল্লাহ, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, ভিপি মজিবুর রহমান, আওলাদ হোসেন শিল্পী, শেখ শহীদ, প্রিন্সিপাল হুমায়ুন কবির, বেলায়েত হোসেন মোড়ল, শামীম আক্তার পাইলট, ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, গোলাম মোস্তফাসহ ২৫টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ