Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সন্ধায় ধর্মশালায় ফিরছেন আরাফাত সানি তাসকিনের অ্যাকশনে ত্রæটি পাননি হিথ স্ট্রিক

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত) থেকে : নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে ম্যাচ রেফারির মুখ থেকে যখন তাসকিন, আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে ২ আম্পায়ারের সন্দেহ পোষণের কথা শুনেছেন, তখনই তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন হেড কোচ হাতুরুসিংহে। আম্পায়ার রড টাকার এবং সুন্দরম রবি’র ভুমিকা নিয়েই প্রশ্ন উঠিয়েছিলেন তিনি মিডিয়ায়। প্রশ্নহীন বোলিং অ্যাকশনের পরও কেন তোলা হলো প্রশ্নÑতা একটু বেশিই যেনো তাতিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ শেষে মাশরাফি তো বলেই ফেলেছেনÑ ‘আমরা এ ম্যাচটি খেলতে নেমেছিলাম তাদের দুজনের জন্যে। আমরা তাদেরকে ফুল ব্যাকআপ করছি। পুরোপুরি সাপোর্ট তাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ ওরা ফিরে এসে আগের মতো সার্ভিসই দিবে। এই ম্যাচে তাসকিন সেরা বোলিংয়ের জন্য প্রস্তুত ছিল।’
এদিকে ২০১৪ সালের জুলাইয়ে পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে বাংলাদেশের পেস অ্যাটাককে বিশ্বমানে উন্নীত করার কারিগর জিম্বাবুয়ের সাবেক পেস বোলার হিথ স্ট্রিক তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে ২ আম্পায়ারের প্রশ্ন তোলার কোন কারণ খুঁজে পাচ্ছেন না। প্রিয় শিষ্য’র প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের ভিডিও ফুটেজ দেখে নেদারল্যান্ডসের ম্যাচের বোলিং অ্যাকশনের সঙ্গে ভিন্ন কোন কিছু খুঁজে পাননি হিথ স্ট্রিকÑ ‘তাসকিন পরীক্ষায় উতরে যাবে, এ ব্যাপারে আমি ও তাসকিন, দু’জনই আত্মবিশ্বাস। বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যুক্ত হওয়া থেকে এখন পর্যন্ত ও যতোগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার সবগুলোর ওর অ্যাকশনের ফুটেজ দেখেছি আমি। একটুও বদলায়নি ওর অ্যাকশন। কোচিং স্টাফের অন্যরাও দেখেছে ফুটেজ, আমাদের সবারই বিশ্বাস ওর অ্যাকশন ঠিকই আছে। স্রেফ ওকে সমর্থন করতে বা ওর পাশে দাঁড়াতে নয়, বিশ্বাস করি ওর অ্যাকশন ঠিক আছে। বিশ্বাস করি, পরীক্ষা দিয়ে এসে টি-২০ বিশ্বকাপে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে।’
আগের ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত তাসকিন, এমনটাই জানিয়েছেন হিথ স্ট্রিকÑ ‘ভিডিওতে দেখাচ্ছে তার অ্যাকশন ঠিকই আছে। তার পরও চেন্নাইয়ে পরীক্ষা দিতে যেতে হবে তাকে। এটা অবশ্যই তার জন্য হতাশাজনক। নেদারল্যান্ডস ম্যাচের ভিডিও এবং আমাদের কাছে থাকা ওর আগের ভিডিওগুলো দেখার পর এখন সে খুশি। আমাদের মতে ওর অ্যাকশন নিখুঁত ও বৈধ। এখন আইসিসির একটি প্রক্রিয়া আছে এবং আমাদের সেটির ভেতর দিয়ে যেতে হবে। সে পরীক্ষা দিয়ে সব সংশয়ের অবসান করবে তাসকিন।’
তাসকিন আজকের ম্যাচেও আছেন প্রথম একাদশে। এই ম্যাচ খেলে চেন্নাইয়ে যাবেন সম্প্রতি টি-২০’তে বাংলাদেশের সবচেয়ে মিতব্যয়ী বোলার। কথা ছিল শনিবারে চেন্নাইয়ে আইসিসি নির্দেশিত ল্যাবরেটরিতে বায়োমেকানিক্স পরীক্ষা দিয়ে সোমবার দিল্লীতে দলের সঙ্গে দিবেন যোগ বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। তবে গতকাল চেন্নাইয়ে যেয়ে পরীক্ষা দিয়ে আজকের ফ্লাইটেই ধর্মশালায় আসছেন আরাফাত সানি। এবং সন্ধ্যার আগেই যোগ দিচ্ছেন দলের সঙ্গে। এবং একাদশ নির্বাচনেও টীম ম্যানেজমেন্টের বিবেচনায় আছেন এই স্পিনার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ সন্ধায় ধর্মশালায় ফিরছেন আরাফাত সানি তাসকিনের অ্যাকশনে ত্রæটি পাননি হিথ স্ট্রিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ