মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু যুদ্ধ বাঁধিয়ে সব মার্কিনিকে মেরে ফেলবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ডকুমেন্টারি বা দলিলচিত্র নির্মাতা এবং রাজনৈতিক বিশ্লেষক মাইকেল মুর। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের জ্ঞানহীন কর্মকাÐে পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে মানুষরূপী বোমা আখ্যা দিয়েছিলেন ফারেনহাইট নাইন ইলেভেনখ্যাত সাড়া জাগানো ওই মার্কিন তথ্যচিত্র নির্মাতা। একাধারে নির্মাতা, পরিচালক, লেখক, অভিনেতা, সমাজ সমালোচক ও কর্মী হিসেবে পরিচিত মাইকেল মুরের পরিচিতি যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির অ্যাস্টাবিøশমেন্ট-বিরোধী ব্যক্তি হিসেবে। নানা সময়ে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে তিনি গেøাবালাইজেশন, বৃহৎ কর্পোরেট পুঁজি, ইরাক যুদ্ধ, পুঁজিবাদ ইত্যাদি বিষয়ের তীব্র সমালোচনা করেছেন। ২০০৪ সালে টুইন টাওয়ার ট্র্যাজিডির ওপর নির্মিত তাঁর ফারেনহাইট ৯/১১ ছবিটি বিশ্বজুড়ে তোলপাড় তোলে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাজনীতির বর্তমান হালচাল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন মুর। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যেকার বিরাজমান উত্তেজনা নিরসনে তৎপর হওয়ার আহŸানও জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্পের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও পরোক্ষ আভাস দেন মাইকেল মুর। ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, এ লোকটি আমেরিকা সবাইকে মেরে ফেলবে। ট্রাম্পের হাতে পরমাণু হামলার গোপন সংকেত রয়েছে। পেন্টাগনের কেউ মার্কিন নাগরিকদের রক্ষার দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে ২০১৬ সালে সফল ভবিষ্যৎবাণী করেছিলেন মাইকেল মুর। এ নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। সে সময় ট্রাম্পকে মানুষরূপী বোমা আখ্যা দিয়েছিলেন মুর। তিনি বলেছিলেন, তাকে ভোট দেওয়া সন্ত্রাসবাদকে পুষ্ট করার সামিল। সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম ডেমোক্র্যাসি নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক মুর বলেছিলেন, ট্রাম্পকে ভোট দেওয়া অনেকটা ব্রেক্সিটের মতো। তাকে ভোট দেওয়ার অর্থ সন্ত্রাসবাদকে আইনি সমর্থন দেওয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।