Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার ডুবোজাহাজ নিখোঁজ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্ব উপকূলে মোতায়েন এ ডুবোজাহাজের সঙ্গে পিয়ংইয়ং-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংবাদ মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়। ঠিক কবে থেকে ডুবোজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তা জানা না গেলেও গত কয়েকদিন ধরেই উত্তর কোরিয়ার নৌবাহিনী এই ডুবোজাহাজের জন্য তল্লাশি অব্যাহত রেখেছে। মার্কিন গোয়েন্দা উপগ্রহ, বিমান এবং জাহাজ থেকে এটি লক্ষ্য করা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবোজাহাজটির খোঁজ পাওয়া যায়নি। ডুবোজাহাজটি কোথায় আছে তা আমেরিকাও জানে না বলে খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ডুবোজাহাজে কতজন ক্রু ছিল এবং এতে কি অস্ত্র ছিল সে সম্পর্কে কোনো তথ্য খবরে উল্লেখ করা হয়নি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়ার ডুবোজাহাজ নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ