মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় বিতর্কিত প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে তার একটি সমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছেন। ট্রাম্প সমর্থকদের সাথে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষের পর নিরাপত্তার কারণে সমাবেশটি বাতিল করা হয়। ট্রাম্পের প্রচারণাকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পুলিশের সাথে ট্রাম্পের বৈঠকের পর সমাবেশটি বাতিলের সিদ্ধান্ত হয়। সমাবেশে ট্রাম্প আসার আগেই ইউনিভার্সিটি অব ইলিনয়েসের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হন। মিলনায়তনের ভেতরে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের কেউ কেউ ট্রাম্পের পক্ষে এবং অন্যরা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বার্নি স্যান্ডার্সের পক্ষে সেøাগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এক পর্যায়ে সিক্রেট সার্ভিসের লোকেরা একজন বিক্ষোভকারীকে সরিয়ে নিতে বাধ্য হন। কিন্তু এর পরও ভেন্যুর বাইরে সহিংস সংঘাত চলতেই থাকে। হেলিকপ্টার থেকে নেয়া ফুটেজে দেখা যায়, সেখানে বিশৃঙ্খলা বিরাজ করছে আর বিপুল জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।